Advertisement
Advertisement
Amar Upadhyay

১৭ বছর পর ফিরছে ‘মিহির’, ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’র রিমেক নিয়ে অকপট অমর উপাধ্যায়

'এই প্রজন্মের দর্শকও এই ধারাবাহিককে নিয়ে উৎসাহী তা সত্যিই ভালো লাগছে'- অমর উপাধ্যায়।

Amar Upadhyay about his comeback in Kyu Ki Saas Bhi Kabhi Bahu Thi

ছবি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:June 17, 2025 9:47 am
  • Updated:June 17, 2025 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছর পর দর্শকের দরবারে ফিরছে ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’। টেলিভিশনের এই ম্যাগনাম ওপাস শো’কে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে দর্শকের মনে। এতবছর পেরিয়ে কীভাবে এগোবে মিহির ও তুলসীকে ঘিরে গল্প তা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন দর্শক। এবার নতুনভাবে এই ধারাবাহিকের পথচলা নিয়ে এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি ভাগ করে নিলেন পর্দার ‘মিহির’ অমর উপাধ্যায়।  

এক সংবাদমাধ্যমকে অভিনেতা বলেছেন, ” আমি কখনও আশাই করিনি যে এই শো ফের এভাবে টেলিভিশনের পর্দায় স্বমহিমায় যাত্রা শুরু করবে। এই প্রজন্মের দর্শকও যে সমানভাবে এই ধারাবাহিককে নিয়ে উৎসাহী তা জেনে সত্যিই ভালো লাগছে। আমি ভীষণ উচ্ছ্বসিত।” নতুন ভাবে এই ধারাবাহিকের পথচলায় কীভাবে আসবে দর্শকের সামনে গল্প? এপ্রসঙ্গে অভিনেতা বলেছেন, “ঠিক যেভাবে একটা চরিত্রের সঙ্গে আরেকটা চরিত্র এর আগে এক সুতোয় বাঁধা ছিল ঠিক সেভাবেই কিন্তু ফিরবে পর্দায়। প্রতিটা চরিত্রের সঙ্গে এভাবেই সামঞ্জস্য বজায় রাখা হবে। একইসঙ্গে তুলসী ও অমর চরিত্রকেও দেখা যাবে অনেকটা এগিয়ে যেতে।”

উল্লেখ্য, এই ধারাবাহিকের সবথেকে বেশি যে বিষয় দর্শকের কাছে নজরকাড়া তা হল ১৫ বছর পর স্মৃতি ইরানির অভিনয়ে ফেরা। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। রাজনীতিতেই বশি সময় দিয়েছিলেন একসময় অভিনয় থেকে সরে এসে। এবার সেই নিজের চিরচেনা ঘরে ফিরছেন অভিনেত্রী। চূড়ান্ত নিরাপত্তা বলয়ের মধ্যে হচ্ছে তাঁর শুটিং। থাকবে জেড প্লাস নিরাপত্তা বলয়। দর্শক মুখিয়ে রয়েছে নতুনভাবীই ধারাবাহিক দেখার জন্য। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement