Advertisement
Advertisement
Amitabha Bachchan

কেবিসির মঞ্চে হঠাৎই মায়ের গলা শুনে আবেগপ্রবণ অমিতাভ! কী করলেন বিগ বি?

ইতিমধ্যেই বিশেষ পর্বের প্রোমোতে তার ঝলক দেখা গিয়েছে।

Amitabh Bachchan moved to tears on KBC 17 birthday special on hearing this person's message

ছবি ফাইল

Published by: Arani Bhattacharya
  • Posted:October 8, 2025 1:43 pm
  • Updated:October 8, 2025 1:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চ যেন তাঁকে ছাড়া অসম্পূর্ণ। তিনি আর কেউ নিন বলিউডের শাহেনশা ‘অমিতাভ বচ্চন’। সঞ্চালকের আসনে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেব প্রতিযোগীদের দিকে। ভারী গলা, বাচনভঙ্গি, ব্যাক্তিত্ব এই সব মিলিয়েই অমিতাভ বচ্চন। কিন্তু চেনা মানুষকে এবার টেলিভিশনের পর্দায় দর্শক দেখলেন এক্কেবারে অন্যভাবে। এবার এই রিয়ালিটি শোয়ের মঞ্চেই অমিতাভকে দেখা গেল ভীষণ আবেগতাড়িত হয়ে পড়তে। ইতিমধ্যেই বিশেষ পর্বের প্রোমোতে তার ঝলক দেখা গিয়েছে।

Advertisement

সদ্য সামনে আসা সেই প্রোমোতে দেখা যাচ্ছে কেবিসি’র মঞ্চে নিজের ৮৩তম জন্মদিনের উদযাপনে চোখে জল দেখা যায় অমিতাভের। কারণ এই বিশেষ পর্বে তাঁর জন্মদিনের উদযাপনের মধ্যে হঠাৎই শোনা যায় একটি অডিও ক্লিপ। যা শুনেই রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সেই অডিও ক্লিপে শোনা যায় অমিতাভ বচ্চনের মা প্রয়াত তেজি বচ্চনের কণ্ঠস্বর। তাঁকে বলতে শোনা যায়, “আমি অত্যন্ত সৌভাগ্যবতী। আমি এখন যেখানেই যাই সেখানেই সকলকে আমার ছেলের প্রশংসা করতে শুনি। সকলে এখন আমার ছেলের জন্য আমাকে বেশিই ভালোবাসা দেন। একজন মায়ের কাছে এর থেকে গর্বের আর ভালো লাগার বিষয় কী হতে পারে? আমি ভীষণ গর্বিত একজন মা।” আর এইভাবেই মায়ের গলা শুনে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন বচ্চন সাব। তার চোখের কোণে দেখা যায় জল। নিজেকে সামলে নিয়ে চোখের জল মুছে নেন তিনি।

উল্লেখ্য, নিজের জন্মদিনের বিশেষ এই পর্বে কেবিসির মঞ্চে তাঁর বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাভেদ আখতার ও ফারহান আখতার। নিজেদের একসঙ্গে কাটানো পুরনো দিনের স্মৃতিতে দুব দেন জাভেদ আখতার ও অমিতাভ বচ্চন। দোসর হয়ে ওঠেন ফারহান নিজেও। আগামী ১০ অক্টোবর এই বিশেষ পর্ব দেখা যাবে টেলিভিশনের পর্দায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ