সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনে বিভিন্ন নন-ফিকশন শোয়ের রমরমা। আর সেই শোয়ের তালিকায় রয়েছে সান বাংলার জনপ্রিয় শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। দর্শকের দরবারে এই শো বেশ জনপ্রিয়। এবার এই শো-এর বিশেষ পর্বে বিশেষ অতিথি হিসাবে আসছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
প্রথম সিজনের অসামান্য সাফল্যের পর শুরু হয়েছে ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’ সিজন ২। দেখতে সিজন ২-এর মাসিক ফিনালেও এসে গিয়েছে। এই শো-এর অতিথি হিসাবে আসার পর অভিনেতা অঙ্কুশ হাজরা বলেন, “এই শোয়ে আসতে পেরে খুব ভাল লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। বিনোদনের সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা পালন করছে এই শো। শুধু তাই নয় এই শো’টি বেশ মজার। সবাই খেলতে পারবেন,কঠিন নয় একেবারেই। সুদীপ্তাদি পুরো জমিয়ে রেখেছে শো-টিকে। সুদীপ্তাদি আমার অভিনয়ের শিক্ষক। বহু সিনেমার জন্য সুদীপ্তদির কাছে আমি ওয়ার্কশপ করেছি। এই শো-এ এসে অনেকদিন পর সুদীপ্তাদির সঙ্গে দেখা হল। সব মিলিয়ে খুব ভাল লাগছে।”
‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ সিজন ২-এর মাসিক ফিনালে হাসি-খেলায়-মজায় ভরপুর। আগামী ৩১ আগস্ট সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। সঙ্গে থাকবে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প। সেইসব গল্প শুনবেন অঙ্কুশ। শুধু তাই নয় নিজের পছন্দের ও নিজের জনপ্রিয় ছবির বিভিন্ন গানে পারফর্ম্যান্স দেখা যাবে তাঁর। উল্লেখ্য, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটা নন ফিকশন শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম যেন এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে সম্মান জানাতেই বিনোদনের মোড়কে এ এক বড় পদক্ষেপ বলা যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.