সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশন বা ছবির দুনিয়ায় সাফল্যের পর মুম্বই পাড়ি দেওয়ার ঘটনা নতুন নয়। টলিউডে চুটিয়ে কাজ কয়ার পর হিন্দি ছবি বা টেলিভিশনে কাজ করছেন দেবচন্দ্রিমা সিংহরায়, অদ্রিজা রায়, দর্শনা বণিক, মিশমি দাস প্রমুখ। এবার সেই তালিকায় নাম জুড়ল টেলিদুনিয়ার অভিনেত্রী আয়েন্দ্রি রায়ের। এবার মুম্বই পড়ি দিলেন আয়েন্দ্রি । মায়ানগরীতে নতুন কাজের জার্নি শুরু করতে পেরে যারপরনাই খুশি অভিনেত্রী।
হাতে চিত্রনাট্য নিয়ে একটি ছবি পোস্ট করেছেন আয়েন্দ্রি। সঙ্গে রয়েছে আরও বেশ কিছু ছবি সেখানে দেখা যাচ্ছে কলকাতার বন্ধুদের সঙ্গে ও প্রেমিক নীলাঙ্কুরের সঙ্গে ভিডিওকলে আড্ডা দিচ্ছেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে আয়েন্দ্রি লিখেছেন, ‘আমি এখন মায়ানগরী মুম্বইতে রয়েছি। আমার এটিই প্রথম হিন্দিতে কাজ। আমি যা আশা করেছিলাম তার থেকেও বেশি আনন্দ করে কাজ করছি এখানে। আমার কাজের সমস্ত খুঁটিনাটি আমি পরে সময়মতো সবার সঙ্গে ভাগ করে নেব। কাজ শুরু করার আগে বেশ নার্ভাস লাগছিল এখন অনেকটাই চাপমুক্ত লাগছে।
View this post on Instagram
আয়েন্দ্রির এই পোস্টে তাঁকে তাঁর নতুন জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। সঙ্গে বন্ধুরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। নতুন কাজ নিয়ে খুব বেশি কিছু খোলসা না করলেও প্রথমদিনের শুটিং যে তিনি সেরে ফেলেছেন তা বোঝাই যাচ্ছে তাঁকে দেখে। কয়েকমাস ধরে নানা কটাক্ষ সহ্য করেছেন আয়েন্দ্রি। শারীরিক পরিবর্তন আসা, ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা নিয়ে নানা কুমন্তব্য ধেয়ে এসেছে তাঁর দিকে। কিন্তু ওজন কমিয়ে আগের মতো চেহারায় ফিরে এসেছেন অভিনেত্রী। এবার পালা নতুন কাজ শুরু করার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.