ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বালিকা বধূ’ ধারাবাহিকের সেই ‘আনন্দী’কে মনে আছে? এই মুহূর্তে তাঁকে পর্দায় দেখা না গেলেও সোশাল মিডিয়ায় অনুরাগীর সংখ্যা কম নয়। অভিনেত্রী অভীকা গৌরের রোজনামচা উপভোগ করেন নেটিজেনরা। এবার সেই অনুরাগীদের রীতিমতো চমকে দিয়ে নিজের জীবনের বড় সিদ্ধান্তের কথা ইনস্টাগ্রামে ঘোষণা করলেন অভিকা। কী সেই বড় সিদ্ধান্ত?
আসলে পর্দার সেই ছোট্ট অভীকা এখন আর ছোট্টটি নেই। বুধবার সেরে ফেলেছেন জীবনের একটা বড় কাজ। না, বিয়ে করেননি এখনও। তবে প্রেমিকের সঙ্গে বাগদান সেরে ফেললেন অভীকা। দীর্ঘদিনের প্রেমিক মিলিন্দ চাঁদওয়ানির সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ছোটপর্দার অভিনেত্রী। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর অবশেষে বুধবার মিলিন্দ ও তাঁর ভালোবাসায় মোড়া ছবি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিকা নিজেই। ছবির ক্যাপশন বলছে, অভীকা ‘কথা’ আর মিলিন্দ হলেন ‘মৌনমুখর’। অর্থাৎ অভীকার সমস্ত আবদার সে সামলে নেয় খুব সহজে। সম্পর্কের শুরুতে ‘হ্যাঁ’ বলাটা ছিল অভীকার জীবনের বলা সবথেকে সহজ ‘হ্যাঁ’।
View this post on Instagram
মিলিন্দ কর্পোরেট দুনিয়ার সঙ্গে যুক্ত। ২০১৯ সালে তাঁকে দেখা গিয়েছিল ‘এমটিভি রোডিজ রিয়াল হিরোজ’-এ। শুধু তাই নয়, মিলিন্দ সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। এর আগে একটি পডকাস্ট শোতে এসে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছিলেন অভীকা। সঙ্গে এও জানিয়েছিলেন যে তাঁর মনের মানুষ ইন্ডাস্ট্রির নয়। ‘বালিকা বধূ’ ধারাবাহিকের দৌলতে ২০০৮ সাল নাগাদ দর্শকের মনে এক বড় জায়গা দখল করে নিয়েছিলেন অভীকা থুরি ‘আনন্দী’। সেই ছোট বয়সেই তাঁর একটা বড় ফ্যানবেস তৈরি হয়েছিল। বড় হওয়ার সঙ্গে তাতে খুব একটা ভাটা পড়েনি। আজও তাঁকে ওই চরিত্রের নামেই ডাকেন অনুরাগীরা। এবার অভীকার জীবনের এই খুশির খবরে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.