সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জীতু কমল, দিতিপ্রিয়া রায়ের অসমবয়সি প্রেমের গল্প খুব কম সময়েই মন ছুঁয়েছে টেলিদর্শকদের। তবে অপু-আর্যর বেশ কিছু রোম্যান্টিক ছবি নিয়ে বিগত কয়েকদিন ধরেই নেটভুবনে বিস্তর চর্চা। জলঘোলারও অন্ত নেই! তাঁদের ব্যক্তিগত সম্পর্কেরও যে অবনতি ঘটেছে, সেটা দুই অভিনেতার কথাবার্তাতেই স্পষ্ট। এমন আবহেই সোমবার দিতিপ্রিয়া রায়ের একটি পোস্ট বিতর্কযজ্ঞে ঘৃতাহূতি করে। সহ-অভিনেতার বিরুদ্ধে ‘কুরুচিকর মেসেজ পাঠানোর’ অভিযোগ তোলেন অপু। অন্যদিকে আর্যর মত, “দিতিপ্রিয়া নেহাতই বাচ্চা মানুষ। এর আগেও তাঁকে নিয়ে কুৎসা রটানোর চেষ্টা হয়েছিল।” এবার শোনা যাচ্ছে, জীতু-দিতিপ্রিয়া দ্বন্দ্বে সিরিয়ালের ভবিষ্যৎ নাকি প্রশ্নের মুখে!
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে দিতিপ্রিয়া রায় জানান, এত বছরের কেরিয়ারে কখনও এমন ঘটনার মুখোমুখি হতে হয়নি তাঁকে। কাদা ছোড়াছুড়ি তিনি চান না। তাই চুপ ছিলেন। এরপরই জীতুকে নিশানা করে অভিনেত্রীর সংযোজন, “উনি ভালো কথার মানুষ নন। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে তাতে দীর্ঘদিন চালিয়ে যেতে পারব বলে মনে হয় না। ওই মানুষটার সামনে দাঁড়িয়ে শট দিতেও তো এরপর অসুবিধে হবে। আমি অপেক্ষা করছি চ্যানেলের সিদ্ধান্তের জন্য।” দিতিপ্রিয়ার দাবি, খুব কম বয়স থেকেই অভিনয় করছেন তিনি। কখনও কারও বিরুদ্ধে অকারণে কোনও মন্তব্য করেননি। ওই সাক্ষাৎকারেই অভিনেত্রী জানিয়েছেন, জীতুর মেসেজের সব স্ক্রিনশট প্রমাণ-সহ দিতে রাজি তিনি। এদিকে জীতু কমল দিন দুয়েক আগেই চ্যাটের বেশ কয়েকটি স্ক্রিনশট নেটপাড়ায় শেয়ার করে প্রমাণ দিয়েছেন। অভিনেতাও সংশ্লিষ্ট বিষয়ে মুখ খুলেছেন।
জীতুর মত, “দিতিপ্রিয়াকে ইন্ধন জোগানো হয়েছে এহেন পোস্টের জন্য।” অভিনেতা জানিয়েছেন, তিনি এসবে বিন্দুমাত্র বিচলিত হন না। দিতিপ্রিয়াকে তিনি স্নেহ করেন এবং এসব ভুলেও যাবেন। আর্যর কথায়, “কাছের মানুষ থেকে চ্যানেল, প্রোডাকশন সকলেই আমাকে চেনেন। আসলে যে বা যাঁরা এই কাজটা করেছেন সেটা গাত্রদহ থেকেই। এর আগেও আমার বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা হয়েছিল। স্ক্রিনশটের ভয় দেখিয়ে লাভ নেই, ওটা আমার কাছেও রয়েছে।” জীতুর সংযোজন, “ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে এবং তাঁরা জানিয়েছেন, তাঁরা আমাকে বিশ্বাস করেন। তাই কারও জন্য কাজ আমি ছাড়ব না।” অপু-আর্যর এহেন দ্বন্দ্বে ইতিমধ্যেই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী দিনে সমস্যা মিটিয়ে জীতু-দিতিপ্রিয়া কি ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে জুটিতে কাজ চালিয়ে যাবেন নাকি অচিরেই কোনও মুখবদল হবে? কৌতূহল অনুরাগীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.