সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে জি বাংলার পর্দায় পথচলা শুরু হয়। ধীরে ধীরে গল্পে এসেছে বিভিন্ন মোড়। দর্শকের পছন্দের তালিকায় ছিল এই ধারাবাহিক। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ধারাবাহিকের ভবিষ্যৎ যে বড়ই অনিশ্চিত সেবিষয়ে কোনও সন্দেহ নেই। টিআরপি তালিকায় কম রেটিং কয়েক সপ্তাহ ধরে এলেই সেই ধারাবাহিক যতই জনপ্রিয় হোক না কেন তা বন্ধ করে দেওয়ার ঘটনা নতুন নয়। সেরকমভাবেই বন্ধ হল জি বাংলার আরও এক ধারাবাহিক। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শেষ দিনের শুটিং। আচমকাই বন্ধ হল কোন জনপ্রিয় ধারাবাহিক?
স্টুডিওপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, রাই-অনির্বাণ জুটির নাকি পথচলা শেষ হতে চলেছে। প্রতি সপ্তাহের টিআরপিতে সেভাবে ভালো ফল করতে পারেনি এই জুটির ধারাবাহিক। আর সেকারণেই কি এই পরিণতি তা জানা না গেলেও এটুকু বলা যায় টিআরপিতে পিছিয়ে থাকলেও দর্শকের মনে কিন্তু এক পাকাপাকি জায়গা করে নিয়েছিল ‘মিঠিঝোরা’। রাই ও অনির্বাণের অনস্ক্রিন কেমিস্ট্রিই হোক বা অফস্ক্রিন আড্ডা ও খুনসুটি সবটাই টেলিভিশনের দর্শক পছন্দ করেছেন। অন্যদিকে খলচরিত্র নীলুকেও কিন্তু আপন করে নিয়েছিল দর্শক। আর তারই সঙ্গে আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসু, পৌস্মিতা গোস্বামী, সুমন দে প্রমুখ অভিনেতা অভিনেত্রীদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক।
কবে হল শেষ শুটিং? কবেই বা শেষ পর্বের সম্প্রচার হবে? এবিষয়ে জানা যাচ্ছে,জি বাংলা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’র শুটিং নাকি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আগামী ১১ জুলাই পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিকের শেষ পর্ব। এর আগেও বহুবার এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার গুঞ্জন হাওয়ায় ভেসে এসেছে। তবে তা তখন কার্যকর হয়নি। এবার যে সেই খবর সত্যি হবে এমন আশা নাকি করেননি ধারাবাহিকের কলাকুশলিরা। দু’বছর সম্পূর্ণ হওয়ার আগেই বন্ধ হয়ে গেল ‘মিঠিঝোরা’। এখন দেখার এই ধারাবাহিকে স্লটে নতুন কোন ধারাবাহিক আসে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.