Advertisement
Advertisement
Television

শেষ হল ‘ধ্রুব-জোনাকি’র পথচলা, টিভির পর্দায় আর দেখা যাবে না ‘মিত্তির বাড়ি’র কাণ্ডকারখানা

কী বলছেন অনুরাগীরা?

bengali serial mittir bari journey end in television
Published by: Arani Bhattacharya
  • Posted:August 19, 2025 6:38 pm
  • Updated:August 19, 2025 6:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত নভেম্বরে শুরু হয়েছিল জার্নি। এবার সেই পথচলা হল শেষ। কথা হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’র। মাত্র আট মাস পর্দায় এই যাত্রায় পেয়েছে দর্শকের ভালোবাসা।

Advertisement

ঠিক পুজোর আগেই এই ধারাবাহিক শেষ হওয়ায় বেশ কিছুটা মন খারাপ দর্শকের। ইতিমধ্যেই পছন্দের জুটিকে ফিরে পেতে আকুল নেটিজেনরা। সোমবার হয়ে গিয়েছে ‘ধ্রুব ও জোনাকির’ এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং। শেষ দিনের শুটিংয়ে পছন্দের জুটির সঙ্গে শেষ দিনে দেখা করতে রীতিমতো ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। সোশাল মিডিয়া জুড়ে পর্দার ‘ধ্রুব’ অ ‘জোনাকি’ অর্থাৎ আদৃত ও পারিজাতের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তাঁরা।

শুধু কি তাই? নিজের অনুরাগীদের সঙ্গে তোলা নানা মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন স্বয়ং পারিজাত। আট মাসের মাথায় পথ চলা শেষ হওয়াতে মনখারাপ গোটা ‘মিত্তির বাড়ি’ পরিবারের। উল্লেখ্য, বহু দিন ধরেই টিআরপি তালিকায় সেভাবে জায়গা করে উঠতে পারছিল না এই ধারাবাহিক। পিছিয়ে পড়েছিল অনেকটাই। এমনকি এই ধারাবাহিক শুরু হওয়ার পরও বহু কটাক্ষ ধেয়ে এসেছে নতুন জুটির দিকে। কিন্তু সময়ের সঙ্গে সেসব ঝেড়ে ফেলে নিজের মতো করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল জি বাংলার এই ধারাবাহিক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ