Advertisement
Advertisement

Breaking News

Tollywood

বৃষ্টি মাথায় শুটিংয়ে শ্রুতি, জল কাটিয়ে বাইকে ‘পরশুরাম’, জলমগ্ন শহরেও টেলিপাড়ায় ক্যামেরা চলছে

দুর্যোগের দিনেও 'ছুটি নেই' ক্যামেরার! কোন কোন সিরিয়ালের শুটিং হচ্ছে?

Bengali serial shooting condition in waterlogged Kolkata
Published by: Sandipta Bhanja
  • Posted:September 23, 2025 3:12 pm
  • Updated:September 23, 2025 3:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের আবহে শহরে প্রবল দুর্যোগ। রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা এবং শহরতলী। ভারী বর্ষণের ব্যাপক প্রভাব পড়েছে পুজো প্যাণ্ডেলগুলিতেও। বেলা বাড়তে মেঘের কোলে রোদ উঁকি দিলেও পরিস্থিতির হেরফের হয়নি কিছুই! ব্যহত যান চলাচলও। এমতাবস্থায় মন-মেজাজ ‘রেইনি ডে’ দাবি করলেও ছুটি নেই ক্যামেরার। দুর্যোগ উপেক্ষা করেই এক এক করে ধারাবাহিকের সেটে পৌঁছচ্ছেন টেলিপর্দার তারকারা।

Advertisement

জানা গেল, ইন্দ্রপুরী স্টুডিওতে ‘দাদামণি’ এবং এনটিওয়ানে ‘আনন্দী’ ধারাবাহিকের শুটিং পুরোপুরি বন্ধ। তবে ছাড় পাননি ‘জোয়ার ভাঁটা’, ‘পরশুরাম’, ‘কনে দেখা আলো’ থেকে ‘জগদ্ধাত্রী’র মতো ধারাবাহিকের শিল্পীরা! সেই তালিকায় রয়েছে- ‘পরিণীতা’, ‘কুসুম’, ‘তুই আমার হিরো’, ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘ফুলকি’ও। ‘পরশুরাম’-এর সেটে পৌঁছতে গাড়ি রেখে বাইকে চেপেই রওনা হন ইন্দ্রজিৎ বোস। অন্যদিকে পথঘাট জলমগ্ন হওয়ার জেরে ৩০ মিনিটের রাস্তা পেরতে শ্রুতি দাসের লেগে যায় প্রায় তিন ঘণ্টা! অভিনেত্রী জানিয়েছেন, যাঁর গাড়িতে নিত্যদিন যাতায়াত করেন, তিনি আসতে পারেননি। উপরন্তু ক্যাব বুকিংয়েও ভোগান্তি। গাড়ি নেই। তাই প্রায় আড়াই ঘণ্টা রাস্তায় কাটিয়েও স্টুডিওমুখো হতে পারেননি প্রথমে শ্রুতি। শেষমেশ ত্রাতা হয়ে দাঁড়ায় প্রোডাকশন গাড়ি। সেটা করেই সেটের উদ্দেশে রওনা হন অভিনেত্রী।

ইন্দ্রজিৎ বলছেন, জলমগ্ন শহরে গাড়ি বের করতে সাহস পাননি তিনি। তাই অগত্যা শুটে পৌঁছতে বাইকই ভরসা অভিনেতার। ‘গৃহপ্রবেশ’ শুটের জন্য বানভাসি এলাকা থেকে বৃষ্টি মাথাতেই শুটিংয়ের উদ্দেশে রওনা হন পরিচালক অমিত। জানা গেল, বলাকা স্টুডিওতে ‘জগদ্ধাত্রী’র শুটিং চলছে। ‘কনে দেখা আলো’র শুট হচ্ছে ‘ভারতলক্ষ্মী’তে। ইন্দ্রপুরী, দাসানি ১ এবং দাসানি ২ স্টুডিওতেও বহাল তবিয়তে ধারাবাহিকের শুটিং চলছে। খবর, এমতাবস্থায় আকাশ আট চ্য়ানেলের দুই সিরিয়াল ‘খনার কাহিনি’ এবং ‘আদিশক্তি আদ্যাপীঠ’-এর শুটিংও ঘণ্টাখানেক দেরিতে শুরু হয়েছে। তবে ‘পুলিশ ফাইলস’-এর শুটিং আজ বন্ধ। পুজোর মুখে ব্যাঙ্কিংয়ের জন্য যে এখন সিরিয়ালের সেটগুলিতে বাড়তি চাপ রয়েছে, তা বলাই বাহুল্য। তাই গোদের উপর বিষফোঁড়ার মতো দুর্যোগের কালমেঘ ঘনালেও জলমগ্ন কলকাতায় ছুটি নেই ক্যামেরার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ