Advertisement
Advertisement
Bengali Serial TRP

সেয়ানে-সেয়ানে টক্কর ‘পরশুরাম’-‘ফুলকি’র, এই সপ্তাহে প্রথম দশে কোন কোন ধারাবাহিক?

কে ছিটকে গেল এবার সেরা পাঁচের তালিকা থেকে?

Bengali Serial TRP list parashuram, fulki rating
Published by: Arani Bhattacharya
  • Posted:June 19, 2025 3:28 pm
  • Updated:June 19, 2025 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাড্ডাহাড্ডি লড়াই এই সপ্তাহেও বাংলা ধারাবাহিকগুলির মধ্যে। নিজের স্থান ধরে রাখতে সক্ষম হল কোন ধারাবাহিক? কে ছিটকে গেল এবার সেরা পাঁচের তালিকা থেকে? এই সবকটি প্রশ্নের উত্তর নিয়েই আসে সপ্তাহের বৃহস্পতিবারটা। এই সপ্তাহের ফলাফল কী জেনে নিন।

এই সপ্তাহেও বেঙ্গল টপার ‘পরশুরাম আজকের নায়ক’। কিন্তু এই সপ্তাহে বেঙ্গল টপার শুধু এই ধারাবাহিকই নয়। একইসঙ্গে এবার সেই স্থানে রয়েছে ‘ফুলকি’ ধারাবাহিকও। কাজেই এই সপ্তাহে যে সেয়ানে সেয়ানে টক্কর এক্কেবারে জমে উঠেছে তা বলাই বাহুল্য। কেউ কাউকে একফোঁটা জমি ছাড়তে রাজি নয়। যৌথভাবে এই সপ্তাহের দুই বেঙ্গল টপার ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ ও ‘ফুলকি’ পেয়েছে ৬.৭ রেটিং।

ফাইল ছবি

প্রথমস্থান হারালেও দ্বিতীয়স্থানে স্বমহিমায় রয়েছে ‘জগদ্ধাত্রী’। জি বাংলার সবথেকে পুরনো এই ধারাবাহিকের প্রতি দর্শকের ভালোবাসা কিন্তু এতটুকু ক্ষুণ্ণ হয়নি। আর তাই ৬.৪ রেটিং নিয়ে এই সপ্তাহে দ্বিতীয়স্থানে রয়েছে ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। পরশুরাম ও ফুলকির কাছে এই সপ্তাহে স্লট হারিয়ে ৬.৩ রেটিং নিয়ে তৃতীয়স্থানে রয়েছে ‘পরিণীতা’। চতুর্থস্থানে রয়েছে ৬.১ রেটিং নিয়ে ‘রাঙ্গামতি তীরন্দাজ’। এই সপ্তাহেও সেরা পাঁচের তালিকায় জায়গা করে নিয়েছে স্বতন্ত্র ও কমলিনীর সম্পর্কের রসায়ন। এই সপ্তাহে ৫.৫ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘চিরসখা’ ধারাবাহিক।

সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে এই সপ্তাহে ‘গৃহপ্রবেশ’ ও ‘কথা’। ৫.৫ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে রয়েছে এই সপ্তাহে ‘গৃহপ্রবেশ’। ‘গোবরদেবী’ ও ‘পাচকমশাইয়’র রসায়ন রেটিং পেয়েছে এই সপ্তাহে ৫.৪ অর্থাৎ ‘কথা’ রয়েছে সপ্তম স্থানে। আট নম্বরে রয়েছে অনিকেত ও শ্যামলীর গল্প অর্থাৎ ‘কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক’। এই সপ্তাহে পেয়েছে ৫.১ রেটিং। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ৪.৮ রেটিং নিয়ে ‘চিরদিনই তুমি যে আমার’ ও ৪.১ রেটিং নিয়ে ‘মিত্তির বাড়ি’। এই সপ্তাহে সেরা দশ থেকে ছিটকে গিয়েছে ‘গীতা এলএলবি’। এই সপ্তাহে এই ধারাবাহিকের রেটিং ৩.৪। অন্যদিকে নন ফিকশন শোগুলির মধ্যে ‘ডান্স বাংলা ডান্স’ বেশ পিছিয়ে রয়েছে। এই সপ্তাহে এই রিয়ালিটি শোয়ের রেটিং ৪.৭।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement