সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহেও কাঁটায় কাঁটায় টক্কর বাংলা ধারাবাহিকগুলির মধ্যে। এই সপ্তাহেও টিআরপি তালিকায় কয়েক নম্বরের পার্থক্য চোখে পড়ার মতো। এই সপ্তাহেও প্রথম স্থানে তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসুর ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’, প্রাপ্ত রেটিং ৭.০। দ্বিতীয় স্থানে রয়েছে এই সপ্তাহে ‘পরিণীতা’, প্রাপ্ত রেটিং ৬.৯। দুই ধারাবাহিকের মধ্যে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই। মাত্র .১ রেটিংয়ের পার্থক্যে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে দুই ধারাবাহিক। তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক। ‘জগদ্ধাত্রী’র প্রাপ্ত রেটিং ৬.৭। চতুর্থ স্থানে রয়েছে রাজরাজেশ্বরী রানি ভবানী, পেয়েছে ৬.৬। পঞ্চম স্থানে রয়েছে ফুলকি, পেয়েছে ৬.৫ রেটিং। এই পাঁচ ধারাবাহিক এই সপ্তাহে সেরা পাঁচের তালিকায় জায়গা করে নিয়েছে।
অন্যদিকে ষষ্ঠ স্থানে রয়েছে ‘চিরসখা’, পেয়েছে ৬.৪। সপ্তম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, পেয়েছে ৬.২ রেটিং। অষ্টম স্থানে রয়েছে ‘কথা’ পেয়েছে ৫.৩ রেটিং। নবম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’, পেয়েছে ৫.১ রেটিং। দশম স্থানে রয়েছে, ‘তুই আমার হিরো’, পেয়েছে ৪.৭ রেটিং।
প্লুটোর মৃত্যুর পর্ব দেখার পর বেশ ভালো রেটিং পেয়েছিল ‘চিরসখা’। উঠে এসেছিল দ্বিতীয় স্থানে। অন্যদিকে জিতু-দিতিপ্রিয়ার মধ্যেকার দ্বন্দ্বের কারণে বেশ কিছুদিন চলে নানা সমস্যা। পড়ে যদিও তাঁরা নিজেরাই আলোচনা করে সেই সমস্যার সমাধান করেন। তবে তার প্রভাব ধারাবাহিকে যে কিছুটা পড়েছিল সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে সেই সমস্যার সমাধান তাঁরা নিজেরাই মিটিয়ে নিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.