সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাঁটুতে কাচের টুকরো ঢুকে কেলেঙ্কারি কাণ্ড! অসহ্য যন্ত্রণা। শেষমেশ হাসপাতালে ছুটতে হল অনিন্দিতা রায়চৌধুরীকে। বৃহস্পতিবার অস্ত্রোপচার হল অভিনেত্রীর। কেমন আছেন এখন?
প্রসঙ্গত, টেলিভিশনের পর্দায় বেজায় জনপ্রিয় অনিন্দিতা। ‘এক্কাদোক্কা’, ‘গুড্ডি’ থেকে শুরু করে ‘ধূলোকণা’, ‘দেশের মাটি’র মতো বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দার সেই অতি পরিচিত নায়িকাকেই হাসপাতালে ছুটতে হল সম্প্রতি। কেন?
মাস চারেক আগে হাঁটুতে ঢুকেছিল কাচের টুকরো। ঘুণাক্ষরেও বুঝতে পারেননি অনিন্দিতা রায়চৌধুরী। তবে দিন কয়েক আগেই অসহ্য যন্ত্রণা পায়ে। হাঁটতে গেলেই ব্যথা করছে। প্রায় পা ফেলতে পারছিলেন না! অবশেষে ডাক্তার দেখাতে হয় অভিনেত্রীকে। এরপরই চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করান অনিন্দিতা। আপাতত দিন ১৫ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাঁকে।
সংবাদমাধ্যের কাছে অনিন্দিতা রায়চৌধুরী জানান,পনেরো দিন বাদে সেলাই কাটবে। ততদিন সাবধানে থাকতে হবে। এর মাঝেই ‘এক্কাদোক্কা’র সেটে ফিরতে পারেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হুইল চেয়ারে বসা ছবি শেয়ার করে অনিন্দিতা রায়চৌধুরী লেখেন, “কয়েক দিন যেহেতু পা কম চলবে, তাই মুখ বেশি চলবে।” যা দেখে অভিনেত্রীর খোঁজ নিয়েছেন মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.