Advertisement
Advertisement
TRP

লক্ষ্মীবারে টিআরপিতে বড়সড় চমক, জোর টক্কর পরশুরাম ও রানি ভবানী’র

কে হল এই সপ্তাহে সেরার সেরা?

bengali trp list of this week
Published by: Arani Bhattacharya
  • Posted:August 21, 2025 2:13 pm
  • Updated:August 21, 2025 2:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীবারে চলে এল ধারাবাহিকের সাপ্তাহিক ফলাফল। এবারের সেরা তিনে রয়েছে প্রতি অপ্তাহের মতোই চমক। কে হল এই সপ্তাহে সেরার সেরা? কে হারাল স্লট কোন ধারাবাহিক ছিটকে গেল সেরা পাঁচ অথবা দশ থেকে দেখে নিন।

Advertisement

পরপর দুই সপ্তাহ শীর্ষ স্থান হারানোর পর এবার এই সপ্তাহে স্বমহিমায় ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। এই সপ্তাহে ৭.১ রেটিং পেয়ে প্রথম স্থান দখল করেছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ ও ‘চিরসখা’, পেয়েছে ৬.৬ রেটিং। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক, পেয়েছে ৬.৫ রেটিং। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ‘পরিণীতা’ ও ‘রাঙ্গামতী তীরন্দাজ’ পেয়েছে ৬.২ রেটিং।

এই সপ্তাহে সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে ফুলকি ধারাবাহিক, পেয়েছে ৬.১ রেটিং। সপ্তম স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার’, পেয়েছে ৫.৯ রেটিং। অষ্টম স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’, পেয়েছে ৫.৪ রেটিং। নবম স্থানে রয়েছে যৌথভাবে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’ এই দুই ধারাবাহিক। পেয়েছে ৫.৩ রেটিং। দশম স্থানে রয়েছে ‘কথা’ পেয়েছে ৪.৬ রেটিং।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ