Advertisement
Advertisement
Sampurna Lahiri

সাদা-গোলাপি বিকিনিতে লাস্যময়ী মেজাজে বাংলা সিরিয়ালের অভিনেত্রী, চিনতে পারছেন?

জনপ্রিয় ধারাবাহিকেই অভিনয় করছেন ইনি।

Bengali TV actress goes bold in Bikini | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 4, 2023 7:10 pm
  • Updated:April 4, 2023 7:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনের পর্দায় তাঁকে নিয়মিত দেখেন দর্শকরা। সেখানে কখনও তিনি ভাল, কখনও আবার মন্দ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একেবারে নিজস্ব ছন্দে থাকেন। দিব্যি সাদা-গোলাপি বিকিনি পরে ক্যামেরার সামনে পোজ দেন।

Advertisement

Sampurna-Lahiri-1

ভাবছেন কার কথা বলা হচ্ছে? ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের সুহানা ওরফে সম্পূর্ণা লাহিড়ী। কখনও স্যুইমিং পুলে, কখনও আবার তার পাশে লাস্যময়ী মেজাজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।

Sampurna-Lahiri-3

[আরও পড়ুন: শিল্পের কাছে ক্যানসারও তুচ্ছ! কেমোথেরাপির পরও মঞ্চ মাতাচ্ছেন বাঙালি নৃত্যশিল্পী]

কিছুদিন আগেই থাইল্যান্ড গিয়েছিল টিম ‘বাংলা মিডিয়াম’। ভিকি ও ইন্দিরার মধুচন্দ্রিমার দৃশ্য সেখানে শুট হয়। সোহিনী ওরফে সম্পূর্ণাও ছিলেন সেখানে। ছবিটি থাইল্যান্ডের কিনা তা জানা যায়নি। তবে সম্পূর্ণাকে সাজিয়েছেন অঞ্জন দে। স্টাইলিং বিবো বিপের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

অনিকেত চট্টোপাধ্যায়ের ‘গোড়ায় গণ্ডগোল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিনয় শুরু করেন সম্পূর্ণা। তারপর ‘অ্যাক্সিডেন্ট’, ‘পাঁচ অধ্যায়’, ‘ব্যোমকেশ ফিরে এলো’, ‘দুর্গা সহায়’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘বউ কেন সাইকো’, ‘ডার্ক ওয়েব’-এর মতো সিরিজও রয়েছে তাঁর ঝুলিতে। ‘বাংলা মিডিয়াম’-এর আগে ‘নজর’ ধারাবাহিকে ডাইনির ভূমিকায় অভিনয় করেছেন সম্পূর্ণা। এখন সুহানা হিসেবে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: আচমকা গায়েব YouTube চ্যানেল, চূড়ান্ত হতাশ ইমন, ফেসবুকে জানালেন তীব্র প্রতিবাদ ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ