সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোল গোল চোখ, বড় বড় দাঁত। ট্রেন্ডে গা ভাসিয়ে অনেকেই লম্বা লম্বা কানওয়ালা ‘লাবুবু’ কিনেছেন। বর্তমানে এমন অদ্ভুত দর্শন পুতুলেই মন মজেছে সকলের। কেউ বাড়িতে সাজিয়ে রাখছেন। আবার কেউ ব্যাগের চাবিতে ঝোলাচ্ছেন। হলিউড থেকে বলিউড, কিংবা টলিপাড়ার অভিনেত্রীদের অত্যন্ত প্রিয় ‘লাবুবু’। এই পুতুলটি বাড়িতে রাখা কি আদৌ শুভ? এমন প্রশ্নে যখন তোলপাড় নেটভুবন, তখন এই লাবুবু ডল কিনে মহাবিপাকে পড়েছেন ভারতী সিং। বাড়িতে অদ্ভুতুড়ে সব ঘটনা ঘটতে শুরু করেছে বলে অভিযোগ টেলিপর্দার কমেডি ক্যুইন-এর।
ঠিক কী ঘটেছে? সম্প্রতি ভারতী সিং একটি ভ্লগ শেয়ার করেছেন। সেখানেই সঞ্চালিকা তথা কৌতুকশিল্পী জানালেন, লাবুবু পুতুল কেনার পর থেকেই নাকি তাঁর সাড়ে তিন বছর বয়সি ছেলের উপর অশুভ প্রভাব পড়েছে। বদল এসেছে গোল্লার ব্যবহারেও। ভারতীর দাবি, “এই পুতুল বাড়িতে আনার পরই গোল্লা রহস্যজনক আচরণ করা শুরু করেছে। হঠাৎ করে গোল্লার দুষ্টুমি বেড়ে গিয়েছে। চিৎকার চেঁচামেচি করছে। জিনিসপত্র ছুড়ে ফেলে দিচ্ছে।” শাসন করলে কোনও কথাই কানে তুলতে নারাজ খুদে। বাড়িতে নেচিবাচক শক্তির প্রভাব পড়েছে বলেও দাবি ভারতীর। যা আগে কখনও ঘটেনি। ছেলের এমন আচরণ দেখে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন যে শেষমেশ বাড়ির বারান্দায় ওই লাবুবু ডল পুড়িয়ে ফেলেন কৌতুকশিল্পী। তবে খুব সহজেই কিন্তু এই পুতুলটিকে পোড়ানো যায়নি!
লাবুবু ডলের অশুভ প্রভাব নিয়ে উদ্বিগ্ন ভারতী সিংয়ের মন্তব্য, “অনেকেই বলছেন এটা কুসংস্কার, কিন্তু এই পুতুল আসার পর থেকেই গোল্লার আচরণ বদলে গিয়েছে। আমার বোনও তাই বলেছে।” ভারতী সিংয়ের কথায় সায় দেন পাশে বসে থাকা বাড়ির পরিচারিকাও। এদিকে লাবুবু ডলকে পোড়ানোর সময় ভারতীর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে বলতে শোনা যায়, “এরা পুতুলটিকে পোড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পুড়তে চাইছে না, সম্ভবত ওর আত্মার জন্য।” যদিও রসিকতা করেই তিনি বলেছেন। তবে অবশেষে কার্যসিদ্ধি হয়। লাবুবু পোড়ানোর পর ভারতীকে বলতে শোনা যায়, “সবাই আমাকে বলত লাবুবু আসলে শয়তান। এটাকে পুড়িয়ে ফেলো, বাড়িতে বিদায় করো কিংবা ভেঙে দাও। কিন্তু আমি ব্যাগে করে নিয়ে ঘুরতাম। সকলেই দেখে অবাক হয়ে প্রশ্ন করেছে- কেন আমি এই লাবুবু ডল এখনও নিজের কাছে রেখে দিয়েছি। আজকে পুড়িয়েই ফেললাম।” যদিও কৌতুকশিল্পীর নতুন ভ্লগ দেখে একাংশের কটাক্ষ, ‘এটা তো অন্ধবিশ্বাসের প্রচার করা।’ তবে ভারতী ওই ভিডিওতেই একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে, ‘আমি অন্ধবিশ্বাসী।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.