Advertisement
Advertisement
Big Boss Season19

ফিরছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’, সঞ্চালকের আসনে ভাইজানই?

কবে থেকে শুরু হবে 'বিগবস সিজন ১৯'র টেলিকাস্ট?

Big Boss Season19 2025 will arrive soon
Published by: Arani Bhattacharya
  • Posted:June 24, 2025 11:59 am
  • Updated:June 24, 2025 12:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে খুব তাড়াতাড়ি শুরু হবে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগবস’র নতুন সিজন। অন্য আরও এক রিয়ালিটি শো ‘খতরো কি খিলাড়ি’ বাতিল হওয়ার পর থেকে বিগবস নিয়ে ভক্তদের মনে আশঙ্কা তৈরি হয়েছিল এই শোয়ের ভবিষ্যৎ নিয়ে। বিশেষ করে ভাইজানের ভক্তদের কাছে ছিল এ এক বড় দুশ্চিন্তা। তবে আশা করা যাচ্ছে খুব শিগগিরি সেই আশঙ্কা কেটে গিয়ে টেলিভিশনের পর্দায় আসবে সেই শো।

কিন্তু কবে থেকে শুরু হবে ‘বিগবস সিজন ১৯’র টেলিকাস্ট? জানা যাচ্ছে অন্যান্য সিজনের সেপ্টেম্বর বা অক্টোবরে টেলিভিশনের পর্দায় এলেও এই বছর অপেক্ষা অতদিনের হবে না। বরং তার আগেই নাকি আসবে দর্শকের দরবারে। আগামী ৩ আগস্ট থেকেই শুরু হবে টেলিভিশনের পর্দায় বিগবস নতুন সিজনের জার্নি, এমনটাই গুঞ্জন। আর তারই সঙ্গে ফের সঞ্চালকের ভূমিকায় পাবেন দর্শক সলমন খানকে। এ এক উপরি পাওনা এই শোয়ের বলা যায়। একইসঙ্গে পুরনো সিজনের নানা বিষয় ফিরিয়ে এনে এই শো আরও চমকপ্রদ করার ভাবনা রয়েছে শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থার তরফে। তবে সেবিষয়ে কোনও কোনও সিলমোহর দেওয়া হয়নি।  

একইসঙ্গে নাকি ‘বিগ বস’ শো এর পুরনো সিজনের তুলনায় দীর্ঘ হবে বলেই শোনা যাচ্ছে। প্রতিযোগীদের নামের দিকে চোখ রাখলেও মিলছে চমক। শোনা যাচ্ছে এই সিজনে নাকি প্রতিযোগীদের তালিকায় নাম রয়েছে রাজ কুন্দ্রা, ধিরাজ কাপুর, কৃষ্ণা সরফ, মুনমুনমুন দত্ত, রাম কাপুর, গৌতমী কাপুর প্রমুখ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement