সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই শোনা গিয়েছিল যে, এবার বিগ বস’-এর ঘরে থাকবে এআই জেনারেটেড অংশগ্রহণকারী। এবার গুঞ্জন, ‘বিগ বস’-এর ঘরে নাকি অংশ নিতে চলেছে এআই জেনারেটেড সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাব্য মেহরা। এমনটা যদি হয় তাহলে বলতে হয় এমন বিষয় ভারতীয় রিয়ালিটি শোয়ে প্রথমবার হতে চলেছে। যা অন্য এক মাইলফলক তৈরি করবে।
অন্যান্য নানাক্ষেত্রের পাশাপাশি এআই যে বিনোদন দুনিয়াতেও নিজের জায়গা করে নিচ্ছে তা একেবারেই নস্যাৎ করে দেওয়া যায় না। ‘বিগ বস’-এর মতো টেলিভিশন শোতে এহেন এআই ব্যাক্তিত্বের সঙ্গে দর্শকের পরিচয় ঘটিয়ে যে প্রযুক্তির সঙ্গে বিনোদুনিয়ার এক অন্যরকম মেলবন্ধন তৈরি হবে। যদিও মানুষ ও এআই কীভাবে একই প্ল্যাটফর্মে প্রতিযোগী হিসাবে থাকবে তা নিয়ে ইতিমধ্যেই সেই প্রশ্ন অনেকের মনেই জাগছে। তবে এই জল্পনায় এখনও যদিও ‘বিগ বস’-এর টিমের তরফে কোনও সিলমোহর দেওয়া হয়নি।
View this post on Instagram
এর আগে রটেছিল যে এবার নাকি মানুষ আর রোবট উভয়েই একসঙ্গে সহাবস্থান করবে এই বিগ বসের ঘরে। আর সেই রোবটের নাম নাকি ‘হাবুবু’। বিগ বসের ঘরে প্রতিযোগীদের সঙ্গেই নাকি থবে এই ‘হাবুবু’। সংযুক্ত আরব আমিরশাহী থেকে আনা হবে এই রোবট পুতুল। যে কিনা বিগ বসের ঘরে ১৭ জন প্রতিযোগীর সঙ্গেই হবে তার ওঠা বসা। তবে রোবট বলেই নিছক যান্ত্রিক নয় বরং তার থেকে নাকি এই হাবুবু হবে অনেকটাই আলাদা। মানুষের মনও নাকি অনায়াসে পড়তে পারবে সে। বিগ বসের ঘরের প্রতিযোগীদের মন খারাপ থেকে আনন্দ সবটাই এবার তাই হাবুবু চট করে জেনে ফেলতে পারবে। শুধু তাই নয় একাধিক ভাষায় দখল থাকবে এই রোবট পুতুলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.