Advertisement
Advertisement
Rohit Verma

শাড়ি পরিয়ে কাকার লাগাতার ধর্ষণ, টাকা পেতে যৌনবৃত্তি, বিস্ফোরক বলিউড ডিজাইনার

সলমন খানের সঞ্চালনায় 'বিগ বস ৩' শোয়ের প্রতিযোগী ছিলেন ডিজাইনার রোহিত।

Bigg Boss Fame Rohit Verma revealed he was raped by his uncle during childhood days | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 6, 2022 8:48 pm
  • Updated:September 6, 2022 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলায় নিজের কাকার হাতেই বারবার ধর্ষণের শিকার হতে হয়েছিল। টাকার জন্য যৌনবৃত্তি পর্যন্ত করতে হয়েছে। নিজের জীবন নিয়ে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য জানালেন ‘বিগ বস’ খ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বর্মা (Rohit Verma)। 

Advertisement

Rohit-Verma-1

মুম্বইয়ে ডিজাইনার হিসেবে বেশ নাম রয়েছে রোহিতের। নিজের স্টুডিও-ও খুলেছেন। তা বেশ ভালই চলে। পাশাপাশি ফ্যাশন শোয়ে নিজের কালেকশন দেখান রোহিত। তারকাদের সঙ্গেও তাঁর ওঠাবসা রয়েছে। সারা দেশের মানুষের নজরে তিনি পড়েন সলমন খান (Salman Khan) সঞ্চালিত রিয়ালিটি শো ‘বিগ বস’-এ (Bigg Boss 3)। শোয়ের তৃতীয় মরশুমে LGBTQ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। 

[আর পড়ুন: বলিউডের হাল ফেরাবে আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’! পাইরেসি আটকাতে কড়া নির্দেশ দিল্লি হাই কোর্টের]

সম্প্রতি আরজে সিদ্ধার্থ কাননের মুখোমুখি হয়েছিলেন রোহিত। সেখানের নিজের ভয়ংকর অতীতের কথা জানান। রোহিত বক্তব্য অনুযায়ী, সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। বাড়ির সকলেই প্রায় প্রতিষ্ঠিত। এমন বাড়িতেও তাঁকে চূড়ান্ত নিগ্রহের শিকার হতে হয়েছিল। তাও আবার মাত্র আট বছর বয়সে, নিজের কাকার হাতে। রোহিতের অভিযোগ, তাঁর কাকা তাঁকে শাড়ি পরিয়ে ধর্ষণ করত। গায়ে গরম মোম ঢেলে দিত। এমন আরও পাশবিক অত্যাচার চালাত। 

Rohit-Verma-2

রোহিত জানান, দিনের পর দিন তাঁর কাকার এই অত্যচার চলতে থাকে। দু-তিন বছর ভয়ে কাউকে কিছু বলতে পারেননি। কিন্তু একদিন অত্যাচারের সমস্ত সীমা ছাড়িয়ে যেতে প্রতিবাদ করেছিলেন। মুম্বইয়ে এসে যৌনবৃত্তি করেছেন বলেও জানান রোহিত। মুম্বইয়ের তাজ হোটেলের বাইরে তিনি দাঁড়াতেন বলে জানান। নিজের এই কাজের জন্য কোনও আফশোস নেই রোহিতের। যা করেছেন, টাকা রোজগারের তাগিদেই করেছেন বলে জানান তিনি। এখন পুরোপুরি ডিজাইনের কাজে মন দিয়েছেন রোহিত। পোশাক, ফটোশুট নিয়ে ব্যস্ত থাকেন বলেই জানান বলিউডের ডিজাইনার। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আর পড়ুন: অমিতাভের সঙ্গে বলিউড ডেবিউ রশ্মিকার, ‘গুডবাই’-এর ট্রেলারে যত কাণ্ড শেষকৃত্য নিয়ে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement