Advertisement
Advertisement
Akanksha Puri

অনাবৃত শরীরে লাল রঙের প্রলেপ! ‘বিগ বস’ সুন্দরীর ছবি ঘিরে শোরগোল

একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

Bigg Boss famed Akanksha Puri shared bold picture

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Suparna Majumder
  • Posted:March 27, 2024 1:35 pm
  • Updated:March 27, 2024 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোলির পালা এ বছরের মতো সাঙ্গ। কিন্তু ‘বিগ বস’ খ্যাত সুন্দরী আকাঙ্খা পুরীর (Akanksha Puri) মনে লেগেছে প্রেমের লাল রং। সেই রঙেই সোশাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন তিনি। অনাবৃত শরীরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন আকাঙ্খা। আর তাঁর সারা শরীর লাল রঙে রাঙানো।

Advertisement
Akanksha Puri
ছবি: ইনস্টাগ্রাম

আবির লালই হতে হয়, এমনই মত আকাঙ্খার। সেই কারণেই তাঁর শরীরে রয়েছে লাল রঙের প্রলেপ। তিনটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। তাতেই যেন ছ্যাঁকা খাচ্ছেন নেটিজেনরা। অভিনেত্রীর উর্ধাঙ্গে কোনও পোশাক নেই। সেই অবস্থাতেই ক্যামেরার সামনে দিয়েছেন পোজ। ছবি দেখে কেউ করেছেন প্রশংসা, কেউ আবার নিন্দায় মুখর হয়েছেন।

[আরও পড়ুন: কপিল শর্মা ও সুনীল গ্রোভারের ঝামেলা ‘পাবলিসিটি স্টান্ট’! ফাঁস চাঞ্চল্যকর তথ্য ]

বিমানকর্মী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন আকাঙ্খা। তবে খুব অল্প দিনই সেই পেশায় ছিলেন। তার পর তামিল ছবি ‘অ্যালেক্স পান্ডিয়ান’-এ সুযোগ পেয়ে যান। এর পর মালয়ালম, কন্নড় সিনেমায় অভিনয় করেছেন আকাঙ্খা। হিন্দি ছবি ‘ক্যালেন্ডার গার্লস’-এও দেখা গিয়েছিল তাঁকে। ‘সিআইডি’ সিরিয়ালেও অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন অভিনেত্রী।

Akanksha-Puri-2
ছবি: ইনস্টাগ্রাম

সারা দেশে আকাঙ্খা পরিচিতি পান ‘বিগ বস OTT’ শোয়ের মাধ্যমে। শোয়ের টাস্কের মাঝেই লেবানিজ মডেল তথা সহ-প্রতিযোগী জাদ হাদিদকে চুম্বন করেন অভিনেত্রী। ৩০ সেকেন্ড ধরে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখেন দুজন। কোনও দিকে ভ্রুক্ষেপ ছিল না তাঁদের। শোয়ে সেই সময় ছিলেন পূজা ভাট। বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু কোনও লাভ হয়নি। জাদ ও আকাঙ্খার চুম্বনের ভিডিও সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পরে সলমন খানের রোষের মুখেও পড়তে হয় দুজনকে। তবে সেসব ভুলে এখন সোশাল মিডিয়াতেই মন দিয়েছেন আকাঙ্খা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: পাঁচ মাসে ২০ কেজি ওজন কমিয়ে চমক ছোটপর্দার জনপ্রিয় অভিনেতার, চিনতে পারছেন? ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement