Advertisement
Advertisement
Bullet Sorojini

স্টুডিওর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের জের, থমকে গেল বাংলা ধারাবাহিকের শুটিং

কবে থেকে ফের শুরু হবে শুটিং?

Bullet Sorojini's shooting studio mackneil in masive fire
Published by: Arani Bhattacharya
  • Posted:July 25, 2025 2:33 pm
  • Updated:July 25, 2025 2:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের ম্যাকনেল স্টুডিও। বর্তমানে এই স্টুডিওতেই চলছে এই মুহূর্তে বুলেট সরোজিনীর শুটিং। সন্ধ্যার পর হঠাৎই আগুন লাগে স্টুডিওতে। শর্ট সার্কিট থেকেই নাকি এই আগুন লেগেছে।

Advertisement

ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা? শুটিং ফ্লোরের ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল ‘বুলেট সরোজিনী’-এর অভিনেতা অভিষেক বীর শর্মার সঙ্গে। অভিনেতা জানান, “আমাদের ‘বুলেট সরোজিনী’-এর শুটিং ফ্লোরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এদিন আমাদের তাড়াতাড়ি প্যাকআপ হয়ে গিয়েছিল। তারপরই স্টুডিওতে আগুন লাগার খবরটি আসে। সবাই সুরক্ষিত আছেন। তবে আমাদের ফ্লোরে কোনও ক্ষয়ক্ষতি না হলেও স্টুডিওর অন্যান্য শুটিং ফ্লোরগুলি একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুক্রবার আমাদের শুটিং বন্ধ রয়েছে। শনিবার থেকে ফের শুটিং শুরু হবে।”

উল্লেখ্য, এর আগে ওই স্টুডিওতে শুটিং হয়েছে ‘দুই শালিক’, ‘মালাবদল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক। জানা যাচ্ছে, শেষ হয়ে যাওয়া ওই ধারাবাহিকের সেটগুলিই সবথেকে বেশি ক্ষতি হয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, কিছুদিনের মধ্যেই নাকি শেষ হতে চলেছে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিক। তবে তার আগেই সংশ্লিষ্ট সিরিয়ালের স্টুদিওতে ঘটে যায় অগ্নিকাণ্ড।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement