Advertisement
Advertisement
Nitin Chauhaan

ফের সুশান্তকাণ্ডের ছায়া! ৩৫-এই না ফেরার দেশে অভিনেতা নীতীন, আত্মহত্যা?

ধোঁয়াশা বাড়ল সহ-অভিনেত্রীর পোস্টে!

Dadagiri 2 winner Nitin Chauhaan Passes Away AT 35
Published by: Sandipta Bhanja
  • Posted:November 8, 2024 1:08 pm
  • Updated:November 8, 2024 1:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতীন চৌহান (Nitin Chauhaan)। বয়স ৩৫। অল্পসময়েই হিন্দি টেলিপর্দার বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন সুদর্শন অভিনেতা নীতীন চৌহান। ‘ক্রাইম পেট্রোলস’, ‘এমটিভি স্প্লিটসভিলা ৫’, ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’, রিয়ালিটি শো ‘দাদাগিরি ২’ বিজেতা মাত্র পয়ত্রিশেই না ফেরার দেশে। মৃত্যুর কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন নীতীন।

Advertisement

টেলি অভিনেতার দুই সহ-অভিনেতা সুদীপ সাহির, সায়ন্তনী ঘোষ দুজনেই নীতীনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সোশাল মিডিয়ায়। তে জল্পনা বাড়ে তাঁর আরেক প্রাক্তন সহ-অভিনেত্রী বিভূতি ঠাক্করের পোস্টে। প্রয়াত অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করে বিভূতি লিখেছেন, “শান্তিতে ঘুমোও। ভীষণ কষ্ট হচ্ছে খবরটা শুনে। জীবনের সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার মতো শক্তি যদি তোমার থাকত… তোমার শারীরিক শক্তির মতোই যদি তোমার মানসিক শক্তিও থাকত।” তাহলে কি নীতীন চৌহান ব্যক্তিগত জীবনে কোনও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যার জন্যে নিজেকে শেষ করে দিতে বাধ্য হন তিনি? সেটাই ভাবিয়ে তুলেছে। ঠিক যেমনটা ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু ভাবিয়ে তুলেছিল গোটা বলিউডকে।

অভিনয়ের টানে উত্তরপ্রদেশের আলিগড় থেকে মুম্বইতে পাড়ি দিয়েছিল নীতীন চৌহান। ২০২২ সালে শেষ তাঁকে দেখা যায় ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’তে। জানা গিয়েছে, এই দুঃসংবাদ শুনেই অভিনেতার বাবা মুম্বইতে ছুটে এসেছেন। এত কম বয়সে না ফেরার দেশে চলে যাওয়ায় নীতীনের সহকর্মীরাও ভেঙে পড়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ