Advertisement
Advertisement
Dalljiet Kaur

দ্বিতীয় বিয়ের এক বছর হওয়ার আগেই বিচ্ছেদ অভিনেত্রীর! নিজেই দিলেন ইঙ্গিত?

গত বছরই ধুমধাম করে কেনিয়ার ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন।

Dalljiet Kaur’s separation rumor with husband Nikhil Patel, here is what we know | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 10, 2024 3:02 pm
  • Updated:February 10, 2024 3:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’ শোয়েরও প্রতিযোগী ছিলেন। তার পর সাধ করে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী দলজিৎ কউর (Dalljiet Kaur)। কিন্তু সেই বিয়ের এক বছর হওয়ার আগেই অভিনেত্রীর বিচ্ছেদের জল্পনা তুঙ্গে।

Advertisement

Dalljiet-Kaur-1

দলজিতের দ্বিতীয় বিয়ে নিয়ে আচমকা এমন জল্পনা কেন? কারণ, অভিনেত্রীর সোশাল মিডিয়া প্রোফাইল। নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে দ্বিতীয় স্বামী নিখিল প্যাটেলের সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন দলজিৎ। আর তাতেই অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে জল্পনা শুরু হয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘পাকিস্তানি শিল্পীদের দেখে নেব’, আতিফ আসলাম বলিউডে ফিরতেই হুমকি নবনির্মাণ সেনার]

‘কুলবধূ’, ‘ইস প্যায়ার কো ক্যায়া নাম দু?’, ‘কালা টিকা’, ‘সসুরাল গেন্দা ফুল ২’র মতো সিরিয়ালের মাধ্যমে হিন্দি টেলিভিশনের দর্শকদের কাছে জনপ্রিয়তা পান দলজিৎ। ‘কুলবধূ’ সিরিয়ালের সেটে অভিনেতা শালিন ভানোটের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ২০০৯ সালে দুজনের বিয়ে হয়। একমাত্র সন্তানের জন্ম হয় ২০১৪ সালে। এর পরের বছরই শালিনের বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ আনেন দলজিৎ। ২০১৫ সালেই দুজনের ডিভোর্স হয়।

Dalljiet-Kaur-1

২০২৩ সালের মার্চ মাসে কেনিয়ার ব্যবসায়ী নিখিল প্যাটেলকে বিয়ে করেন দলজিৎ। কিন্তু সেই বিয়েতেও নাকি বিচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও সর্বভারতীয় সংবাদমাধ্যমে নাকি অভিনেত্রীর টিম জানিয়েছে, বাবার অস্ত্রোপচারের জন্য ছেলে জেইডনকে নিয়ে এখন ভারতে রয়েছেন দলজিৎ। এর পর তাঁর মায়েরও অস্ত্রোপচার হওয়ার কথা। এমন সময়ে অভিনেত্রী এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চান না।

[আরও পড়ুন: কেমন আছেন ‘মিঠুনদা’? হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন সোহম]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ