ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী দীপিকা কক্কর, আক্রান্ত দ্বিতীয় ধাপের লিভার ক্যানসারে। আচমকাই স্বাস্থ্যের অবনতি হওয়ায় তড়িঘড়ি চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন অভিনেত্রী। সদ্যোজাত সন্তানের জন্য বারবার চিন্তিত হয়েছেন দীপিকা ও তাঁর স্বামী। তাঁর স্বাস্থ্যের আপডেট বারবার দিয়েছেন সোশাল মিডিয়ায়। সম্প্রতি কঠিন অস্ত্রোপচার হয়েছিল অভিনেত্রীর। সেই অস্ত্রোপচারের এগারো দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দীপিকা। বাড়ি ফেরার আগে সোশাল মিডিয়ায় জানালেন কেমন আছেন তিনি।
ঘরে ফেরার আনন্দ ইনস্টাগ্রামে প্রত্যেক শুভাকাঙ্ক্ষীর সঙ্গে ভাগ করে নিলেন দীপিকা। লিখলেন আবেগঘন অনুভূতির কথাও। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে অস্ত্রোপচারের পর এই এগারো দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এখন খানিকটা সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী। এবার বাড়ি ফেরার পালা। তার আগে নিজের অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে একটি পোস্টে নিজের স্বাস্থ্যের বর্তমান অবস্থার কথা ভাগ করে নিলেন দীপিকা। জানা যাচ্ছে অস্ত্রোপচারের মাধ্যমে নাকি টিউমারটি নির্মূল করা গিয়েছে। তবে চিকিৎসা চলবে এখনও। থাকতে হবে খুব সাবধানে।
View this post on Instagram
দীপিকার সেই ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, এগারো দিন হাসপাতালে কাটানোর অভিজ্ঞতা। তাঁর হাসপাতালের এই কদিন যে চিকিৎসকেরা তাঁর চিকিৎসা করেছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। গত মে মাসে সামনে আসে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকার অসুস্থতার কথা। অভিনেত্রী নিজেই জানিয়ছিলেন তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম ভ্লগে বলেন, “দীপিকা ভালো নেই। আমার মনে হয় পেটে কোনও সমস্যা হয়েছে। এরপরই সমস্ত রিপোর্ট থেকে জানা যায় লিভার টিউমারে আক্রান্ত হয়েছেন দীপিকা।
ভ্লগে দুঃসংবাদ শোনান অভিনেত্রীর স্বামী শোয়েব। কোলের সন্তান এখনও স্তন্যপান করে। মাকে ছাড়া একমুহূর্তও চলে না একরত্তির। মাতৃত্ব নিয়ে যখন ব্যস্ত অভিনেত্রী দীপিকা কক্কর, ঠিক সেই সময় তাঁর জীবনে ঘনিয়ে আসে ঘোর বিপদ। যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। সেই অস্ত্রোপচারের পর নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েলেন অভিনেত্রী। এবার অস্ত্রোপচার শেষে বাড়ি ফেরার পালা। এগারো দিন পর সন্তান ও পরিবারের কাছে ফিরলেন অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.