Advertisement
Advertisement
Ektaa Kapoor

অশ্লীল কনটেন্টে ভরপুর ALTT! ‘ওই অ্যাপের সঙ্গে যুক্ত নই’, বিতর্কের মুখে কী সাফাই একতার?

ইতিমধ্যেই ২৫টি বিনোদন অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে সরকারের তরফে।

Ektaa Kapoor denies association with ALTT amid ban for vulgar content
Published by: Arani Bhattacharya
  • Posted:July 26, 2025 2:37 pm
  • Updated:July 26, 2025 2:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ভারতে নিষিদ্ধ করা হয়েছে ‘উল্লু, ‘বিগ শট অ্যাপ, ‘অলট বালাজি’-সহ ২৫টি অশ্লীল অ্যাপ ও ওয়েবসাইট। এহেন ‘অলট বালাজি’ অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন বিনোদুনিয়ার অন্যতম ব্যাক্তিত্ব একতা কাপুর। এদিন এই অ্যাপ বন্ধ হওয়ার খবর চাউর হতেই মুখ খুললেন তিনি।

Advertisement

একতা জানিয়েছেন যে, ‘সম্প্রতি ২৫টি বিনোদন অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে সরকারের তরফে। সেই তালিকায় রয়েছে ‘অলট বালাজির’ মতো অ্যাপও। অনেকেই এই বিনোদন অ্যাপের সঙ্গে আমার সংযুক্তিকরণ নিয়ে প্রশ্ন তুলছেন তাঁদের বলব, ওই বিনোদন সংস্থার সঙ্গে আমি এবং আমার মা শোভা কাপুর কোনওভাবেই যুক্ত নই। ২০২১ সালের জুন মাসের পরই আমরা এই বিনোদন অ্যাপের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ করেছি। তাই এ প্রসঙ্গে আমার নাম জড়ানোর আগে সবাইকে অনুরোধ করব যে, দয়া করে সঠিক তথ্য সরবরাহ করবেন।’

নিজের প্রযোজনা সংস্থার বিষয়ে একতা আরও খোলসা করেছেন, ‘বিষয় খোলসা করে একতা তাঁর নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিএসই ও এনএসই তালিকাভুক্ত বালাজি টেলিফিল্মস লিমিটেড একটি পেশাদারি মিডিয়া সংস্থা। সম্প্রতি এই সংস্থার যে সংযুক্তিকরণ হয়েছে তা পুরোপুরি আইন মেনেই হয়েছে। দুই বিনোদন সংস্থার মধ্যে কোনও যোগাযোগ নেই। শুধু তাই নয় ২০ জুন, ২০২৫-এর পর থেকে ‘অলট বালাজি’ বিনোদন অ্যাপটি অলট ডিজিটাল মিডিয়া এন্টারটেনমেন্টের সংযুক্তিকরণ হয়েছে। এখানে আমার কোনও ভূমিকা নেই।’

উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের সকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ওই অ্যাপ ও ওয়েবসাইট যাঁরা ব্যবহার করেন বা যাঁরা করেন না তাঁদের কারোর কাছেই যাতে সেগুলি ব্যবহারের অ্যাকসেস না থাকে। শোনা যাচ্ছে এই তালিকায় রয়েছে, ‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘বুল অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘ওয়াও এন্টারটেনমেন্ট’, ‘লুক এন্টারটেনমেন্ট’, ‘হিটপ্রাইম’, ‘ফেনেয়ো’, ‘শো-এক্স’, ‘সোল টকিজ’, ‘আড্ডা টিভি’, ‘হটএক্স ভিআইপি’, ‘হলচল অ্যাপ’, ‘মুডেক্স’, ‘নিওনেক্স ভিআইপি’, ‘ফুজি’, ‘মোজিফ্লিক্স’, ‘ট্রিফ্লিকস’ -এর মতো অ্যাপগুলি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ