ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুরির অভিযোগ হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরির বাড়িতে। সোশাল মিডিয়ায় গুরমিত নিজেই এই ঘটনার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে, তাঁদের বাড়ির কাজে সাহায্য করার জন্য নতুন এক সহকারী এসেছিলেন। তিনিই এই কাণ্ডটি ঘটিয়েছেন।
অভিনেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘বাড়ির কাজে সাহায্য করার জন্য আমাদের একজন নতুন সহকারী এসেছিলেন। তিনিই এই কাণ্ড ঘটিয়েছেন। চুরি করার পর তিনি পালিয়ে যান। আমাদের সৌভাগ্য যে, আমাদের দুই সন্তান সুরক্ষিত রয়েছে। ভাগ্যিস আমি সেইসময় ওদের কাছে ছিলাম। আমরা সবাই সুস্থ আছি। আপনারাও সতর্ক থাকবেন নিজেদের বাড়িতে কাউকে কাজে নেওয়ার আগে।’
বাড়িতে এই দুর্ঘটনা ঘটার কিছু সময় আগেই গুরমিত ও দেবিনা দুজনে তাঁদের দুই সন্তানের সঙ্গে তাঁদের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘ছোট্ট হাত, বড় হৃদয় এতেই সমৃদ্ধ জীবন’। গুরমিত ও দেবিনা দুজনেই হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ। একের পর এক হিন্দি টেলিভিশনে তাঁদের জুটি প্রশংসা পেয়েছে। খাস কলকাতার মেয়ে হওয়ার সুবাদে বঙ্গকন্যার বাঙালি অনুরাগীর সংখ্যাও কম নয়। সম্প্রতি তাঁদের টেলিভিশনের পর্দায় নতুন রিয়ালিটি শোয়ের হাত ধরে কামব্যাকের খবর পাওয়া গিয়েছিল। শোনা গিয়েছিল যে, নতুন রিয়ালিটি শো ‘পতি পত্নি অউর পাঙ্গা’তে দেখা যাবে তাঁদের। উচ্ছ্বসিত ছিল তাঁদের অনুরাগীরা। তবে সেসবের মধ্যেই ঘটে গেল এমন দুর্ঘটনা। যদিও শেষপর্যন্ত বিপদ থেকে পরিত্রাণ পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন তারকা দম্পতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.