ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভর্তি টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান (Hina Khan)। অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে সেই খবর দিলেন। শুধু তাই নয়, ভক্তদের কাছে হিনার কাতর আর্জি, “আমার জন্য প্রার্থনা করুন।”
দিন কয়েক ধরেই ধুম জ্বর অভিনেত্রীর। তিন, চারের নিচে কিছুতেই জ্বর নামছে না হিনার। শরীর প্রচণ্ড দুর্বল। বিছানা ছেড়ে একেবারে উঠতেই পারছেন না! শেষমেশ হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। হাসপাতাল থেকে হিনা খান নিজেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে জানিয়েছেন তাঁর অসুস্থতার কথা। টেলি অভিনেত্রী জানান, “চার চারটে ভয়ঙ্কর রাত কাটিয়েছি গায়ে ধুম জ্বর নিয়ে। কিছুতেই ঠিক হচ্ছে না শরীর। প্রতিদিন ১০২-১০৩ জ্বর। শরীরে আর কোনও বল নেই। এনার্জি পাচ্ছি না। প্রচণ্ড দুর্বল।”
এরপরই অনুরাগীদের আশ্বস্ত করে হিনা লিখেছেন, “যে বা যাঁরা আমার জন্য উদ্বিগ্ন, তাঁদেরকে বলি আমি ফিরছি খুব শিগগিরি। ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসার দরকার।” একটি ছবিতে থার্মোমিটারে শরীরের তাপমাত্রা ধরেছেন, আরেকটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় আনমনা হয়ে বসে অভিনেত্রী। সম্প্রতি তাঁর ডেবিউ ছবি ‘কান্ট্রি অফ ব্লাইন্ড’ রিলিজ করেছে। ২০২৪ সালের অস্কার দৌড়েও নমিনেটেড হয়েছে এই ছবি। যার জন্য ডিসেম্বর মাসের পয়লা সপ্তাহেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন হিনা খান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.