ছবি ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জনপ্রিয় টেলিভিশন নন ফিকশন রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর গ্র্যান্ড ফিনালে। কিন্তু আপাতত তা স্থগিত করে দেওয়া হয়েছে। ফাইনাল কয়েকদিন পিছিয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, আগামী ৫ ও ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণ চ্যানেলের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজ থেকে এক ভিডিওবার্তায় এই খবরে সিলমোহর দিয়েছেন।
ভিডিওতে দেখা গিয়েছে, সঞ্চালক আদিত্য বলছেন, ”ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের রাতে আপনাদের সকলকে স্বাগত” কিন্তু তারপরও শোয়ের বিচারক থেকে প্রতিযোগী কারোরই দেখা মেলে না। এরপরই আসে আসল টুইস্ট। অভিনেত্রী নীলম প্রতিযোগীদের সঙ্গে নিয়ে মঞ্চে হাজির হয়ে জানান, “এই সপ্তাহে গানের সবচেয়ে বড় রিয়েলিটি শোয়ের ফাইনাল হবে না। দর্শকদের শুনতে হবে প্রতিযোগীদের আরও কিছু গান।” এবং এর সঙ্গেই আদিত্যর মুখে শোনা যায় শোয়ের চূড়ান্ত পর্বের আগামী দিনক্ষণ। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তের কারণ কী?
জানা যাচ্ছে, ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৫’-এর জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। সূত্রের খবর, শোয়ের এই সিজনের জনপ্রিয়তা অন্যান্য সিজনের থেকে অনেকটাই বেশি। এই সিজনের প্রতিযোগীদের গান আরও কিছুদিন শোনার দাবি ছিল দর্শকদের। সেই দাবির কথা মাথায় রেখেই চ্যানেল ও শোয়ের নির্মাতার ফিনালের দিনবদলের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি শোনা যাচ্ছে, প্রতিযোগীদের ভোট দেওয়ার জন্য আরও একবার ভোটিং লাইনও চালু করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪-এর ২৬ অক্টোবর শুরু হয়েছিল ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৫’। এই মুহূর্তে ৬ জন প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এবারের গানের প্রতিযোগিতা। তবে সবচেয়ে বড় চমক হল এবারের ৬ জন ফাইনালিস্টের মধ্যে ৩ জনই বাংলার ছেলেমেয়ে। বিচারকের আসনে শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি, সুখবিন্দর সিং, বাদশার উপস্থিতি এবারের প্রতিযোগিতাকে আরও নজরকাড়া করেছে। অন্তিম পর্বে কোন প্রতিযোগীর মাথায় ওঠে বিজয়ীর শিরোপা, এখন সেই দিকেই তাকিয়ে দর্শক -অনুরাগীরা।
Ek shaandaar shaam, ek dhamakedar entry! ✨ an evening filled with laughter, joy and tussle of talent! ❤️
Dekhiye Indian Idol aaj raat 8:30 baje, sirf par aur Sony LIV par …
— sonytv (@SonyTV)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.