সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে তাঁকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল। তারপর একটা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়। তার মাঝে বড়পর্দায় কাজ করেছেন। তাঁর ব্যক্তিগত জীবনেও নানা ওঠাপড়া এসেছে। মন শক্ত রেখে সেসব সামলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। বিরতি শেষে আবারও ফিরছেন ধারাবাহিকে নতুন চরিত্রে।
কোন ধারাবাহিকে দেখা যাবে ইপ্সিতাকে? শোনা যাচ্ছে, নতুন কোনও ধারাবাহিক নয়। জি বাংলার জনপ্রিয় ‘মিত্তির বাড়ি’ ধারবাহিকে দেখা যাবে তাঁকে। পর্দায় ধ্রুবর সহকর্মীর ভূমিকায় দেখা যাবে ইপ্সিতাকে। ইতিবাচক চরিত্রেই নাকি দেখা যাবে অভিনেত্রীকে। ধারাবাহিকে তাঁর চরিত্র নাকি ধ্রুব ও জোনাকির মাঝের দূরত্ব ঘোচাবে। ইতিমধ্যেই অভিনেত্রী শুটিংও শুরু করে দিয়েছেন বলে খবর। খুব তাড়াতাড়িই নাকি সম্প্রচার শুরু হবে তাঁর অংশের। যদিও এই নিয়ে মুখ খোলেননি ইপ্সিতা।
উল্লেখ্য, ইপ্সিতা তাঁর কেরিয়ারের প্রথম ধারাবাহিক ‘সুবর্ণলতা’ থেকেই দর্শকের মন জয় করে নিয়েছেন। তাই দর্শকের তাঁর থেকে এক আলাদা প্রত্যাশা থাকে। ইপ্সিতা নিজেও তা বরাবর পূরণ করে এসেছেন। বড়পর্দায় ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল ইপ্সিতাকে। এছাড়াও অঙ্কুশ হাজরার ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিতেও দেখা যাবে ইপ্সিতাকে। কাজ থেকে কিছুদিনের এই বিরতিতে ইপ্সিতা চুটিয়ে উপভোগ করছেন জীবনের প্রতিটা মুহূর্ত। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়েছেন। নিজেকে সময় দিয়েছেন। আর সবটা মিলিয়ে নিজেকে নতুনভাবে জীবনের নতুন পথচলায় অভ্যস্ত হয়েছেন অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.