ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের পলকে হাজার পর্ব পার করে ফেলল জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। শুরু থেকেই টিআরপিতে নিজের স্থান ধরে রেখেছে ‘জ্যাস’ ও ‘স্বয়ম্ভূ’। দেখতে দেখতে তিন বছর পার করে ফেলল স্নেহাশিস চক্রবর্তীর এই ধারাবাহিক। আর এই বিশেষ দিনে স্পেশাল কিছু হবে না শুটিং ফ্লোরে, তা কি কখনও হয়? আর স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থার উদযাপন মানেই তো সেখানে পেটপুজো মাস্ট। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।
‘জগদ্ধাত্রী’র স্পেশাল পর্ব শুটের পাশাপাশি জমিয়ে হল সেলিব্রেশন। বিরিয়ানি, ফিশফ্রাই-সহ নানা সুস্বাদু পদ ছিল এদিনের মেনুতে। ধারাবাহিকের এই সাফল্যে যারপরনাই খুশি মুখ্য দুই চরিত্রাভিনেতা অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায়। দুজনেই তাঁদের দর্শককে ধন্যবাদ জানিয়েছেন। প্রথমদিন থেকে এখনও পর্যন্ত নিজের জায়গা থেকে এই ধারাবাহিককে এতটুকুও টলাতে পারেনি কেউ। সময় এগিয়েছে, আর তার সঙ্গে এসেছে নতুন আরও অনেক ধারাবাহিক। কিন্তু সেসবের সঙ্গেই পাল্লা দিয়ে নিজের জায়গায় টিকে রয়েছে ‘জ্যাস’ ও ‘স্বয়ম্ভূ’র সমীকরণ। কিন্তু এবার কোন পথে এগোবে ধারাবাহিকের গল্প? তা নিয়ে উৎসুক দর্শকরা। যদিও এবিষয়ে টিম জগদ্ধাত্রী মুখে কুলুপ এঁটেছে।
প্রসঙ্গত, শুধু মুখ্য দুই চরিত্রই নয় এই ধারাবাহিকের বাকি অন্যান্য চরিত্ররাও একইভাবে এই সাফল্যের অংশীদার। জানা যাচ্ছে, ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের সাফল্যের পরই স্নেহাশিস চক্রবর্তীর বাড়িতে ধুমধাম করে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো। যা এখন প্রতি বছর মহাসমারোহে আয়োজিত হয়। এসবের পাশাপাশি হাজার পর্ব যেন অন্যরকম অনুভূতি। সাফল্যের মুকুটে নয়া পালক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.