ছবি: ইনস্টাগ্রাম
অরণী ভট্টাচার্য: অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, অভিনয়ের পাশাপাশি পরিবার ও সন্তানকে সময় দিতে ভোলেন না। শুটিংয়ের মাঝে ঠিক পরিবারের জন্য সময় বের করে ফেলেন অভিনেত্রী। স্বামী রাতুল মুখোপাধ্যায় ও ছেলে রিয়ানকে নিয়ে তাঁর সুখের সংসার। বিয়ের পর এবছর দ্বিতীয় জামাইষষ্ঠী রূপাঞ্জনা-রাতুলের। এবারের জামাইষষ্ঠীর কী প্ল্যান তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল সরাসরি যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। ফোনের ওপার থেকে এবারের জামাইষষ্ঠীর প্ল্যান ভাগ করে নিলেন রূপাঞ্জনা মিত্র।
অভিনেত্রী জানালেন, “এবছর জামাইষষ্ঠীর আলাদা করে কোনও প্ল্যান নেই। এমনিতেই বাড়িতে আমাদের প্রতিদিন জমিয়ে খাওয়াদাওয়া হয় সুযোগ পেলেই। তবে হ্যাঁ, একটা অনুষ্ঠানের দিন তাই সকালে ও বিকালে একটা উদযাপনের কথা ভেবেছি। এমনিতে তো দুই বাড়ি থেকে খাবারদাবার আসতেই থাকে। তাতে কোনও ভাটা নেই। শুধু তাই নয় এদিনের উপহারও আমাদের আদানপ্রদান হয়ে গিয়েছে। আমাদের আবার কেনার সঙ্গে সঙ্গেই উপহার দেওয়া-নেওয়ার পর্ব মিটে যায়। দিনের দিন দেব বলে রেখে দেওয়া হয় না। আমি দুই বাড়ি থেকেই শাড়ি উপহার পেয়েছি। রাতুল পেয়েছে টি-শার্ট, ট্রাউজার।”
জামাইষষ্ঠী পালনের পাশাপাশি এদিন ছেলে রিয়ানের মঙ্গলকামনায় তিনি নিজেও কী ষষ্ঠী পালন করেন? তার উত্তরে অভিনেত্রী জানান, “একশো শতাংশ করা হয়। ওর দিদা এবং ঠাকুমা দু’জনেই ওকে ‘ষাট’ দেবে। আমি নিজে রিয়ানের জন্য ষষ্ঠী পালন করব।”
সবকিছুর মাঝেও যেহেতু একটা সকালে ও বিকালের প্ল্যান থাকছেই তাই সেক্ষেত্রে কীরকম খাওয়াদাওয়ার কথা ভেবেছেন? রূপাঞ্জনা জানান, “এখন তো খুব গরম তাই লাইট খাবার খাওয়ার চেষ্টাই করব। এবং পরিবারের সবার পছন্দ অনুযায়ী খাবার বানানোর চেষ্টা করব। মাছ মাংস বা নিয়ম মেনে যেসব খাবার এদিন দিতে হয় বলে মনে করা হয় তা হয়তো থাকবে না। কারণ ওগুলো আমরা জন্মদিন পালন করার সময়ে করেই থাকি। তাই নিয়ম মেনে করতে হবে এমন নয় বরং সবার কমফর্ট জোন বুঝেই নানা পদ বানানোর কথা ভাবব।”
সদ্য রাতুলের পরিবারের সঙ্গে মন্দারমণি ঘুরে এসেছেন অভিনেত্রী। ফের দুই পরিবারের সকলকে নিয়ে আরও একটা উইকএন্ড ট্যুরের ভাবনাচিন্তা করছেন। রিয়ানের স্কুল, পড়াশোনা ও বাড়ির সকলের সুযোগ সুবিধা বুঝেই পরের ট্যুরের প্ল্যান করছেন অভিনেত্রী। একইসঙ্গে চলছে বড়পর্দায় তাঁর নতুন কাজের কথা। স্পেশাল অ্যাপিয়ারেন্সে তাঁকে দেখা যাবে নতুন ছবিতে ব্যস, এটুকুই। এর থেকে বেশি কিছু খোলসা করেননি নতুন কাজ নিয়ে। তবে রূপাঞ্জনা জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি লুক সেট হবে তাঁর নতুন এই চরিত্রের জন্য। কাজেই সবটার পরে এটাই বোঝা যায় যে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র একেবারেই পরিবার সর্বস্ব মানুষ। কাজ ও পরিবার দু’টোই সমানতালে ব্যালেন্স করেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.