ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মণিকর্ণিকা’ সিনেমা দিয়েই বলিউডে পা রেখেছিলেন অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)। সেইসময় থেকেই কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) সঙ্গে তাঁর সুসম্পর্ক। তার পর থেকে আর কোনও প্রজেক্টে দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা না গেলেও যোগাযোগ বজায় রেখেছেন। এবার ‘বিগ বস’-এর ঘরে অঙ্কিতার দাম্পত্যকলহ নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত।
‘বিগ বস’-এর ঘরে ভিকি-অঙ্কিতার কেচাল-কেচ্ছা নিয়ে এমনিতেই নিন্দে-সমালোচনার অন্ত নেই! স্ত্রী অঙ্কিতা লোখান্ডেকে চড় মারার অভিযোগও উঠেছিল ভিকি জৈনের বিরুদ্ধে। তার পর থেকেই মন কষাকষি শুরু! পরিস্থিতি এমন বেগতিক যে তাঁদের মায়েরাও একে-অপরকে দোষারোপ করা শুরু করেছেন! এবার অঙ্কিতা লোখান্ডেকে বড় পরামর্শ ‘মেন্টর’ কঙ্গনা রানাউতের।
ভিকি জৈনের মায়ের ভিডিও শেয়ার করে কঙ্গনার মন্তব্য, “পরিবারটাকে ভেঙে দেওয়ার মারাত্মক চেষ্টা চালাচ্ছে মিডিয়া। এটা কোথাও দেখানো হচ্ছে না যে, অঙ্কিতার শাশুড়ি চান যে, বউমা বিগ বস-এ জিতুক। রিয়ালিটি শো যাবে-আসবে, তবে পরিবার কিন্তু চিরকাল পাশে থাকবে। আমি চাই অঙ্কিতা জিতুক, কিন্তু নিজের দাম্পত্যকে জলাঞ্জলি দিয়ে নয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.