Advertisement
Advertisement
Koel Mallick

ফের ‘মহিষাসুরমর্দিনী’ অবতারে কোয়েল মল্লিক, মহালয়ায় বড় চমক

কোন চ্যানেলে অসুর বধ করতে দেখা যাবে 'টলিউড ক্যুইন'কে?

Koel Mallick as Mahisasurmardini for Star Jalsha
Published by: Sandipta Bhanja
  • Posted:July 29, 2025 9:19 am
  • Updated:July 29, 2025 9:19 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়া মানেই নস্ট্যালজিয়া। টেলিভিশনের পর্দায় কোন অভিনেত্রীকে ‘মহিষাসুরমর্দিনী’ অবতারে দেখা যাবে, ফি বছর দর্শক-অনুরাগীদের কৌতূহল থাকে। এবারও তার অন্যথা হয়নি। ইতিমধ্যেই চ্যানেলগুলির তরফে শুরু হয়ে গিয়েছে মহালয়ার শুটিং। কোয়েল মল্লিকও সম্প্রতি শুটিংয়ের মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন নিজস্ব সোশাল মিডিয়া অ্যাকাউন্টে। তবে কোন চ্যানেলের জন্য দুর্গারূপে ধরা দেবেন তিনি, সেটা তখনও ফাঁস করেননি। এবার ‘মহিষাসুরমর্দিনী’র প্রোমো-সহ চমক দিলেন টলিউড ক্যুইন।

Advertisement

তবে এই প্রথম নয়, এর আগেও দুর্গা রূপে দেখা গিয়েছে কোয়েলকে। ২০১৫ সালে জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’তে কোয়েলের ‘মা দুর্গা’ রূপ প্রশংসিত হয়েছিল। এরপর ২০১৭ সালে স্টার জলসার মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘দুর্গা দুর্গতিনাশিনী’তেও দুর্গা সেজেছিলেন কোয়েল। পরবর্তীতে ২০১৮, ২০১৯ এবং ২০২১ সালেও মহালয়াতে দুর্গা রূপে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। ২০২৩ সালেও স্টার জলসার জন্য ‘মহিষাসুরমর্দিনী’ বেশে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। এবার পঁচিশের মহালয়ার ভোরেও টিআরপি টানতে কোয়েল মল্লিকেই ভরসা সংশ্লিষ্ট চ্যানেলের। তবে এর আগে একাধিকবার অভিনেত্রীকে পর্দায় অসুরবধ করতে দেখা গেলেও এবার যে আরও নতুন চমক নিয়ে হাজির হবেন তিনি, সেটা প্রোমোতেই বেশ আন্দাজ করা গেল। তবে স্টার জলসার মহালয়ার চমক এখানেই শেষ নয়। কোয়েলের পাশাপাশি রয়েছেন তৃণা সাহা। তাঁকে অন্নপূর্ণা অবতারে দেখা গেল। অন্যদিকে ‘পরশুরাম’ খ্যাত ইন্দ্রজিৎ বসুকে দেখা যাবে শিবের ভূমিকায়।

একসময়ে মহালয়ার শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে কোয়েল জানিয়েছিলেন, দুর্গার চরিত্রে অভিনয় করার সময় প্রত্যেকবার নতুন করে একটা শক্তি অনুভব করেন। ‘মহিষাসুরমর্দিনী’ বেশে সাজগোজের পরেই নাকি নিজের মধ্যে সেই শক্তি অনুভব করেন অভিনেত্রী। পাশাপাশি স্মৃতির সরণিতে হেঁটে শৈশবের কথাও তুলে ধরেন তিনি। কোয়েল বলেছিলেন, “বাবা রেডিওতে মহালয়া চালিয়ে দিতেন। সেই মহালয়া শুনেই ঘুম ভাঙত। সে একটা অদ্ভুত অভিজ্ঞতা। সেই ঘুম ঘুম চোখে উঠে মহালয়া শোনা। তারপরে টিভিতে দেখা। এখনও মহালয়ার কথা উঠলে ছোটবেলায় ফিরে যাই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ