সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটি নারীর কথা মাথায় রেখে সান বাংলায় শুরু হয়েছিল রিয়ালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। এই শো-এর জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। অসামান্য সাফল্যের পর দাপটের সঙ্গে চলছে এর সিজন ২। দর্শকের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখেই ১৫ সেপ্টেম্বর থেকে নতুন রূপে,নতুন সাজে আসতে চলেছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। বিভিন্ন প্রান্তে থাকা, স্বনির্ভর হতে চাওয়া প্রতিটি নারীকে আরও বেশি সুযোগ করে দিতে, আরও অনেক মজাদার খেলা নিয়ে নতুন রূপে আসছে এই শো। আর সেই নতুন শুরুতে প্রথম দিনেই থাকছে একাধিক চমক। এই পর্বের আরও বড় চমক হিসেবে উপস্থিত থাকবেন টলিক্যুইন কোয়েল মল্লিক। কোয়েলের চোখ ধাঁধানো পারফরম্যান্স এবং তাঁর উপস্থিতি দিয়ে শুরু হচ্ছে ‘লাখ টাকা লক্ষ্মীলাভ’-এর নতুনভাবে পথ চলা। এই শো-য়ে এসে মানবিকতার দৃষ্টান্ত রেখে গেলেন কোয়েল।
এখন সকলেই জানে, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটা নন ফিকশন শো নয় বরং মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরাল করতেই সান বাংলার এই উদ্যোগ। মহিলারা এই শোয়ে অংশগ্রহণ করেন নিজেদের পায়ের মাটি শক্ত করতে। এমনই একজন প্রতিযোগী খেলতে এসেছিলেন এই শোয়ে। আশা রেখেছিলেন যে, খেলায় জিতলে সেই সেই টাকা দিয়ে মেয়ের চিকিৎসা করাবেন। কিন্তু যা ভাবা হয় তা তো হয় না। ঠিক সেভাবেই পুরস্কার হিসেবে এক লাখ টাকা তিনি নিয়ে যেতে পারেননি। খেলায় হেরে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন। এগিয়ে আসেন কোয়েল পাশে এসে দাঁড়ান এই মহিলার। একজন মায়ের নিজের সন্তানের অপারেশনের টাকা জোগাড় করতে না পারার যে কষ্ট তা অনুভব করেই এগিয়ে আসেন কোয়েল। শো-এর মঞ্চেই কোয়েল তাঁর মেয়ের অপারেশনের যাবতীয় খরচ নিজের কাঁধে তুলে নেন। কোয়েলের এই মানবিকতায় মুগ্ধ সবাই। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ শোয়ে এসে এক মানবিকতার নজির তৈরি করলেন টলিক্যুইন কোয়েল মল্লিক। একজন শিল্পীর সমাজের প্রতিও যে একটা দায়বদ্ধতা রয়েছে তা যেন আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। এপ্রসঙ্গে কোয়েল বলেন, “এই শো অনেক মহিলার স্বপ্নপূরণের জায়গা এখন। কিন্তু সবাই তো লাখ টাকা নিয়ে যেতে পারে না, খেলায় হার-জিত আছে। যারা বিজয়ী হতে পারল না,তারা কিন্তু পুরোপুরি হেরে যায় না। এই শো কাউকে খালি হাতে ফেরায় না। সব রাউন্ডেই কিছু না কিছু প্রাপ্তি ঘটে সবার। এছাড়া লক্ষ্মী ব্যাঙ্কেরও ব্যবস্থা আছে। সব মিলিয়ে মেয়েদের স্বপ্নপূরণের জন্য এর থেকে ভাল জায়গা আর কিছু হতে পারে না।”
বাংলার বিভিন্ন প্রান্তের নারীরাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে। নতুন রূপে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ চারটে রাউন্ডের বদলে এবার পাঁচটি রাউন্ডে খেলা হবে। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। এবার থেকে প্রতি পর্বে তিনজনের পরিবর্তে চারজন করে মহিলা প্রতিযোগী থাকবেন। কাউকেই খালি হাতে ফিরতে হবে না। “টাকার খনি”, “বল ফেলতে টাকা কুলো” এমন সব মজার খেলার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন খেলা ‘টাকার গদি’। ইতিমধ্যেই সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনার গুণে এই শো অন্যমাত্রা পেয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে এই শো এক ঘন্টার বদলে প্রতিদিন দেখা যাবে দেড় ঘন্টা। নতুন রূপে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ ,সঙ্গে কোয়েলের চোখ ধাঁধানো উপস্থিতি এবং পারফরম্যান্স সব মিলিয়ে জমজমাট হয়ে উঠতে চলেছে আগামী ১৫ সেপ্টেম্বরের পর্বে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.