সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় বাংলা টেলিভিশনে তাঁর অভিনয় মন কেড়েছিল দর্শকের। তবে অনেকদিন হল নিয়মিতভাবে অভিনেতাকে ক্রুশল আহুজাকে আর বাংলা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন না দর্শক। কারণ, আপাতত বাংলা টেলিভিশন দুনিয়া থেকে বিরতি নিয়েছেন ক্রুশল।
একের পর এক হিন্দি টেলিভিশনে কাজ করে চলেছেন তিনি। সদ্য শেষ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’ এর কাজ। গুঞ্জন শোনা যাচ্ছে, সেই ধারাবাহিকের কাজ শেষ হতে না হতেই ফের এক হিন্দি ধারাবাহিকে কাজ করার কথা ভাবছেন ক্রুশল। এই জল্পনার জেরেই ক্রুশলের অনুরাগীরা প্রশ্ন তুলছেন, তাহলে কি আর অভিনেতা আপাতত টলিপাড়ায় কাজ করবেন না? এখন কি তাহলে পাকাপাকিভাবে মুম্বইতেই কাজ করবেন তিনি? যদিও এই নিয়ে ক্রুশলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ‘কি করে বলব তোমায়’ বাংলা ধারাবাহিকে স্বস্তিকার সঙ্গে জুটি বেঁধেছিলেন ক্রুশল। সেই কাজ দর্শকের খুবই পছন্দ হয়েছিল। তারপর ‘রিস্তো কা মাঞ্ঝা’, ‘ঝনক’-এর মতো হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন ক্রুশল। এবার এতটুকু বিরতি না নিয়েই নাকি আগামী ধারাবাহিকের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, পালকি মলহোত্রার প্রথম ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করবেন তিনি। এর আগে একাধিক হিন্দি ধারাবাহিকে পালকি কার্যকরী পরিচালক হিসাবে কাজ করেছেন। তাঁর আগামী ধারাবাহিকের নাম এখন ঠিক হয়নি বলেই শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে নাকি সেই ধারাবাহিকেই দেখা যাবে ক্রুশলকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.