সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দাজ আগে থেকেই করা গিয়েছিল। এবার প্রত্যাশিতভাবে ফুলমার্কস নিয়ে টেলিভিশন ভিউয়ারশিপ রেটিংয়ের তালিকায় শীর্ষস্থান দখল করল ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’। গত পাঁচ বছরের সমস্ত রেকর্ড গুঁড়িয়ে দিয়ে হিন্দি টেলিদুনিয়ায় নতুন মাইলস্টোন গড়েছে স্মৃতি ইরানির ম্যাগনাম ওপাস শো। এযাবৎকাল রুপালি গঙ্গোপাধ্যায়ের ‘অনুপমা’ দর্শকদের অন্দরমহলে একচেটিয়া রাজত্ব করেছে। তবে ‘কিঁউ কি’ ফিরতেই টিআরপিতে বড়সড় রদবদল!
২৯ জুলাই থেকে স্টারপ্লাস এবং জিও হটস্টারে সম্প্রচারিত হচ্ছে ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’। ঠিক যেখানে তুলসী ভিরানির যাত্রা শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছে নতুন করে পথচলা। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে গল্পের প্রেক্ষাপটেও বদল এসেছে। তুলসীর ‘শান্তিনিকেতনে’ এখন মেয়েদের পাশাপাশি পরিবারের পুরুষ সদস্যরাও হেঁশেলে কাজ করে। সঙ্গে উপরিপাওনা প্রতিটা পর্বের গল্পে নিত্যনতুন ট্যুইস্ট। লিঙ্গসাম্যের এহেন বার্তা দিয়েই কি টেলিভিশন ভিউয়ারশিপ রেটিংয়ে বাজিমাত করল একতা কাপুরের ধারাবাহিক? তেমনটাই মত হিন্দি টেলিদুনিয়ার। বার্ক (BARC)-এর তথ্য অনুযায়ী, ২.৫ টিভিআর নিয়ে বিগত পাঁচ বছরের সমস্ত হিন্দি সিরিয়ালের রেটিংকে টপকে ফেলেছে স্মৃতি ইরানির ‘কিঁউ কি…’। শুধু তাই নয়, ‘অনুপমা’র জনপ্রিয়তাকেও ছাপিয়ে গিয়েছে এই ধারাবাহিক।
উল্লেখ্য, সম্প্রতি রুপালি গঙ্গোপাধ্যায় অভিনীত ‘অনুপমা’ ২.১ রেটিং নিয়ে তৃতীয় স্থান নেমে এসেছে। সাধারণত সম্প্রচার শুরুর ১ সপ্তাহের মধ্যে অধিকাংশ ফিকশন শো টেলিভিশন ভিউয়ারশিপ রেটিংয়ে তেমন জায়গা করে নিতে পারে না। তবে নস্ট্যালজিয়া উসকে দিয়ে তুলসী স্মৃতি ইরানি যে সেই অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন, তার প্রমাণ বার্ক-এর দেওয়া টিভিআর রিপোর্ট। যা কিনা হিন্দি টেলিদুনিয়ায় ‘নতুন মাইলস্টোন’ বলেই মত বিশেষজ্ঞদের। প্রতি সপ্তাহে সোম থেকে শুক্র রাত সাড়ে দশটায় দেখা যাচ্ছে ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’। ভিরানি পরিবারের বর্তমান প্রজন্মের ‘শিক্ষা-সংস্কৃতি’ দেখতে টেলিপর্দার সামনে রিমোট হাতে বসে পড়ছেন দর্শকরাও। আর সেই ভালোবাসার জোরেই টেলিদুনিয়ায় প্রত্যাবর্তন করে ইতিহাসের সাক্ষী হলেন স্মৃতি ইরানি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.