সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন রূপে ফিরছে টেলিভিশনের ম্যাগনাম ওপাস ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’। আর তার সঙ্গে সঙ্গে ফিরছে তুলসী ভিরানি। ইতিমধ্যে এই খবর এখন সকলেই জানেন। ইতিমধ্যেই তার প্রচারঝলক সামনে এসেছে। এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের শুটিংয়ের নেপথ্য দৃশ্য। আর সেখানেই দেখা যাচ্ছে নতুন ও পুরনো বহু মুখ। চলছে জোরকদমে শুটিং।
এবারের গল্প এগিয়ে গিয়েছে প্রায় ২৫ বছর। তুলসী ও মিহিরের পরবর্তী প্রজন্মকেও এবার দেখতে পাবেন দর্শক এবার এই ধারাবাহিকের নতুন পথচলায়। স্বাভাবিকভাবে তাই দেখা যাবে এবার এও ধারাবাহিকে একগুচ্ছ নতুন মুখ। এবার ধারাবাহিকের নেপথ্য দৃশ্য সামনে আসতেই দেখা গেল শান্তি নিকেতনের সিংহদুয়ার খুলে যাচ্ছে। আর এবার স্বাগত জানাচ্ছেন হিতেন তেজওয়ানি ও গৌরি প্রধান। তাঁরাই তাঁদের নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন দর্শকের। এবার নতুন সিজনে তুলসী ও মিহিরের দুই ছেলের চরিত্রে দেখা যাবে রোহিত সুচান্তি ও আমন গান্ধী। পর্দায় তাঁদের চরিত্রের নাম অঙ্গদ ভিরানি ও হৃতিক ভিরানি। এছাড়াও থাকবে আরও নতুন অনেক চরিত্র। সম্প্রতি প্রকাশ্যে আসা এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে চলছে শুটিং পর্ব।
View this post on Instagram
উল্লেখ্য, এই ধারাবাহিকের সবথেকে বেশি যে বিষয় দর্শকের কাছে নজরকাড়া তা হল ১৫ বছর পর স্মৃতি ইরানির অভিনয়ে ফেরা। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। রাজনীতিতেই বশি সময় দিয়েছিলেন একসময় অভিনয় থেকে সরে এসে। এবার সেই নিজের চিরচেনা ঘরে ফিরছেন অভিনেত্রী। শোনা গিয়েছে চূড়ান্ত নিরাপত্তা বলয়ের মধ্যে হচ্ছে তাঁর শুটিং। আপাতত দর্শক মুখিয়ে রয়েছে নতুনভাবেই ধারাবাহিক দেখার জন্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.