সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছে ‘কিঁউ কি’-এর নতুন পথচলা। টেলিভিশনের ম্যাগনাম ওপাস শো ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের দ্বিতীয় সিজনের প্রথম পর্ব দেখে নস্ট্যালজিয়ায় বুঁদ হয়েছেন দর্শক। পর্বের শুরুতেই দেখা যাচ্ছে ধারাবাহিকের তুলসী অর্থাৎ স্মৃতি ইরানি বাড়ির তুলসী মঞ্চে জল ঢালছেন। সঙ্গে গায়ত্রী মন্ত্রোচ্চারণ করছেন তিনি। সঙ্গে সেই জনপ্রিয় টাইটেল ট্র্যাক। শান্তিনিকেতনের সিংহদুয়ার খুলে দিচ্ছেন তুলসী আর তার সঙ্গে সঙ্গে ভিরানি পরিবারে প্রবেশ করছে একাধিক নতুন মুখ। সব মিলিয়ে এই ধারাবাহিক আরও একবার মনে করাবে ফেলে আসা দিনের কথা।
এই ধারাবাহিকের হাত ধরে স্মৃতি ইরানিকে আবার তুলসী চরিত্রে ফিরে পাওয়া দর্শকের কাছে সত্যিই এক পরম পাওয়া। তুলসী ও মিহিরের ৩৮তম বিবাহবার্ষিকী উদযাপনের মুহূর্ত। তবে নস্ট্যালজিয়া এই ধারাবাহিককের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও বিনোদুনিয়ার বিশ্লেষকদের মতে পুরনো চাল ভাতে বাড়বে এই ধারণা নির্মাতাদের মধ্যে যে প্রবলভাবে রয়েছে তা প্রথম পর্বেই পরিষ্কার। অতীত ও পুরনো ধ্যানধারণাই এই ধারাবাহিকে আগের মতো জড়িয়ে রয়েছে। সময় থমকে গিয়েছে এমনটা দেখাতে গিয়ে সময়ের সঙ্গে নাকি এগোয়নি ধারাবাহিকের চরিত্রদের বিশ্বাস। ২০০০ সালে ঠিক যেমনটা দেখতে ছিল পর্দার মিহির উপাধ্যায় তেমনটাই দেখতে লাগছে তাঁকে। সময়ের সঙ্গে বাড়েনি তার বয়স। আর এসব মিলিয়েই বিনোদুনিয়ার বিশ্লেষকদের মতে নস্ট্যালজিয়া ফিরিয়ে আনলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়নি ধারাবাহিকের সিজন ২।
যদিও বহু প্রতীক্ষিত এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসার পরই শোনা গিয়েছিল যে, এবারের গল্প এগিয়ে গিয়েছে প্রায় ২৫ বছর। তুলসী ও মিহিরের পরবর্তী প্রজন্মকেও এবার দেখা যাবে দ্বিতীয় সিজনে। স্বাভাবিকভাবে তাই দেখা যাবে এবার এই ধারাবাহিকে রয়েছে একগুচ্ছ নতুন মুখ। এসেছিল শুটিংয়ের নেপথ্য দৃশ্যও। সেখানেই দেখা গিয়েছিল শান্তি নিকেতনের সিংহদুয়ার খুলে যাচ্ছে। আর এবার স্বাগত জানাচ্ছেন হিতেন তেজওয়ানি ও গৌরি প্রধান। তাঁরাই তাঁদের নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন দর্শকের। এবার নতুন সিজনে তুলসী ও মিহিরের দুই ছেলের চরিত্রে রয়েছেন রোহিত সুচান্তি ও আমন গান্ধী। পর্দায় তাঁদের চরিত্রের নাম অঙ্গদ ভিরানি ও হৃতিক ভিরানি। এছাড়াও রয়েছে আরও নতুন অনেক চরিত্র। সম্প্রতি প্রকাশ্যে আসা এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে চলছে শুটিং পর্ব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.