সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিককালে তাঁর নানা মন্তব্য নেটপাড়ায় নানা বিতর্কের জন্ম দিয়েছে। কখনও সংসার আবার কখনও কেরিয়ার ত্যাগ বা বাচ্চা মানুষ করা নিয়ে নানা পোস্ট ঘিরে তুমুল সমালোচনার শিকার হয়েছেন। তিনি অভিনেত্রী মধুবনী গোস্বামী। বিগত বেশ কিছু মাস ধরে তাঁর নানা পোস্ট উসকে দিয়েছে নেটিজেনদের। অভিনেত্রীর নানা পোস্ট দেখে সকলেরই মনে হয়েছিল তিনি হয়তো পাকাপাকিভাবেই হয়তো অভিনয় থেকে ছুটি নিয়েছেন। কিন্তু এবার সেই ভাবনায় জল ঢেলে দিয়ে নতুন ধারাবাহিকে নতুন চরিত্রে ফিরলেন মধুবনী। কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’তে এবার দেখা যাবে মধুবনীকে। কমলিনীর পক্ষের উকিল হিসাবে দেখা যাবে মধুবনীকে। বলে রাখা ভালো এই ধারাবাহিকে প্রথম থেকেই রয়েছে মধুবনীর স্বামী রাজা গোস্বামী। তাঁকে পর্দায় কমলিনীর ছোট ছেলের ভূমিকায় দেখতে পাচ্ছেন দর্শক। এবার সেই ধারাবাহিকেই কমলিনীর আইনজীবীর চরিত্রে দেখা যাবে মধুবনীকে।
উল্লেখ্য, এই মুহূর্তে এই ধারাবাহিকে চলছে মোড় ঘোরানো টানটান পর্ব। কমলিনীর মৃত স্বামী চন্দ্র ফিরে এসেছে। বাড়ির সকলে ভেবে বসে হয়তো ফের চন্দ্র ও কমলীনির সংসার আগের মতো জোড়া লেগে যাবে। কিন্তু গল্পে মোড় ঘোরে যখন গল্পে আবির্ভাব ঘটে চন্দ্রর দ্বিতীয় স্ত্রী ও মেয়ের। জটিল থেকে জটিলতর হয়েছে গল্পের প্রেক্ষাপট। ইতিমধ্যেই ধারাবাহিকে শুরু হয়েছে কোর্টরুম ড্রামা। চন্দ্র-কমলিনী ও নতুনের জীবনকে ঘিরে শুরু হয়েছে নতুন টানাপোড়েন। তবে এর মাঝে এখন এটাই দেখার কেরিয়ার ছাড়ার নানা পোস্টের পর মধুবনীর ফের অভিনয়ে ফেরাকে কীভাবে গ্রহণ করেন দর্শক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.