সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই টেলি দুনিয়ার দুই অভিনেত্রীর জোড়া ডিভোর্সের খবরে তোলপাড় নেটপাড়া। আর তাঁদের এই খবরে রীতিমতো মন খারাপ তাঁদের অনুরাগীদের। এদিন সকালেই বিচ্ছেদ খবর পাওয়া যায় টেলিদুনিয়ার অভিনেত্রী তথা সায়কের ‘কূটনি বউদি’ সুস্মিতা রায়ের ডিভোর্সের খবর মেলে সমাজমাধ্যমে। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না যে একথা সত্যি। জন্মদিনের সকালেই এমন মন খারাপ করা খবর দেন অভিনেত্রী।
অন্যদিকে দুপুর গড়াতে না গড়াতেই প্রকাশ্যে আসে অভিনেত্রী দীপ্সিতা মিত্রের ডিভোর্সের খবর। টেলি দুনিয়ার অভিনেতা কৌশিক চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধেন তাঁরা। সোশাল মিডিয়ায় তাঁদের ভালবাসায় মোড়া ছবি দেখে বা তাঁদের দু’জনের সম্পর্কের সমীকরণ দেখে কখনও দর্শকের মনে হয়নি যে তাঁদের সম্পর্কের এমন পরিণতি হতে পারে। কিন্ত সেসব মিথ্যা করে দিয়ে আলাদা হচ্ছেন তাঁরা। আর এসবের মাঝেই বোমা ফাটালেন আরেক অভিনেত্রী মধুবনি গোস্বামী। অভিনেতা রাজা গোস্বামীর সঙ্গে তাঁর সুখী গৃহকোণ তা উল্লেখ করেই বরাবরের মতো পোস্ট করেন এদিন মধুবনি।
দুই অভিনেত্রীর ডিভোর্সের খবরের মাঝে মধুবনির পোস্ট যেন একপ্রকার ঘৃতাহুতি। কি পোস্ট করলেন মধুবনি যে নেটিজেনরা ফের বিরক্ত হলেন? মধুবনি লেখেন, ‘নাহ! আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা প্রত্যেক বছর আমাদের বিবাহবার্ষিকী পালন করব। লোকে বলে আজকাল সম্পর্কের গ্যারেন্টি হয় না। কিন্তু, রাজা-মধুবনীর সম্পর্কের গ্যারেন্টি ছিল, আছে এবং থাকবে। চিরকাল।’ একইসঙ্গে মধুবনি লেখেন, ‘আমার ক্ষেত্রে, সর্বোপরি আমাদের ক্ষেত্রে নজর কাজ করে না।’ আর সেই পোস্টের কমেন্ট বক্সে ভরে ভরে মন্তব্য করেছেন নেটিজেনরা, ‘জীবন এখনও অনেকটা বাকি এত জাহির করবেন না।’, অনেকেই আবার মধুবনির এমন আলটপকা মন্তব্যের জন্য বিরক্তি প্রকাশ করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.