সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় ডান্স রিয়ালিটি শোয়ের মঞ্চে তিনি এর আগেও এসেছেন বিশেষ অতিথি হিসাবে। নৃত্যশৈলী ঘিরেই তাঁর বেড়ে ওঠা। তিনি কিংবদন্তি অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর। সম্প্রতি আরও একবার ডান্স বাংলা ডান্সের মঞ্চে তাঁকে দেখেছেন দর্শক। বিশেষ সেই পর্বে পরিবেশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চণ্ডালিকা’। যা খানিকটা ফিউসন হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল মঞ্চে। সঙ্গে ছিল টলিপাড়ার আরও এক অভিনেত্রী দেবলীনা দত্তের বিশেষ উপস্থাপনা। ‘চণ্ডালিকা’-এর সঙ্গে হিন্দি গান জুড়ে তাকে গুরুত্বহীন করে দেওয়া নিয়ে মুখ খুললেন মমতা শঙ্কর।
মঙ্গলবার একটি ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেন, “আমি কীভাবে সবার কাছে প্রমাণ করব জানি না। যাঁরা আমাকে চেনেন তাঁরা হয়তো বুঝবেন আমি যেটা মন থেকে বিশ্বাস করি তা আমি বিশ্বাস করি। আপনারা সম্প্রতি একটি পর্ব দেখেছেন ‘ডান্স বাংলা ডান্স’-এর। আমি একেবারেই সেদিন সেটা পছন্দ করিনি। এমনকী আমি সেটা মঞ্চে ওই উপস্থাপনার পর বলেছি। কিন্তু সম্প্রচারের পর দেখলাম আমার সেই অংশটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি কখনওই কোনও রিয়ালিটি শোয়ে বিচারকের আসনে বসতে চাই না। এ বিষয়ে আমি আগেই বলে দিই যে আমি বিশেষ অতিথি হিসাবে যাব। অনেকেই আমাকে এই ঘটনার পর আক্রমণ করেছেন। তাঁদের আমি কীভাবে বোঝাব জানি না। তবে এটুকু বলতে পারি আমার নাচের স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী জানেন যে আমি ঠিক কীরকম উপস্থাপনা পছন্দ করি।” এই ঘটনার পর একে একে মুখ খুলেছেন টলিপাড়ার একাধিক শিল্পী। বিষয়টি নিয়ে রীতিমতো ঝড় উঠেছে সোশাল মিডিয়াতেও। ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরাও। এনিয়ে দেবলীনার প্রতিক্রিয়ার জন্য় সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.