ছবি: ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ছোটপর্দায় একসঙ্গে দেখা যাবে মানসী সেনগুপ্ত ও অরিজিতা মুখোপাধ্যায়কে। এর আগে একটি ধারাবাহিকে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল ধারাবাহিকে তাঁদের চরিত্র। সেখানে কাকিশাশুড়ি ও বউমার চরিত্রে ছিলেন তাঁরা। মাঝে খানিকটা অবসর। তারপর আবারও ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন দু’জনে। শুটিংয়ের ফাঁকে দু’জনের খুনসুটি, মজা ধরা পড়ল।
এই মুহূর্তে ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ ধারাবাহিকে অভিনয় করছেন মানসী ও অরিজিতা। এই পিরিয়ড ড্রামায় এক্কেবারে ভিন্ন লুকে ধরা দেবেন তাঁরা দু’জন। আর তাই আটপৌরে শাড়ি ও ভারী গয়নায় সেজেছেন দু’জনে। আর সেই গয়না নিয়েই চলছে তাঁদের খুনসুটি। নিজের নয়, বরং একে অপরের গয়না পছন্দ করছেন তাঁরা। অরিজিতার গলার একটি হার দারুণ পছন্দ মানসীর। আর তা তাঁর চাইই চাই।
অন্যদিকে অরিজিতা বলছেন যে সেই হার শুধুই তাঁর। অরিজিতাকে এটাও বলতে শোনা যায় মানসীর উদ্দেশ্যে “মানসী তোর সঙ্গে আমার আবার পালা পড়ল”। আর তাতেই বোঝা যাচ্ছে যে একসঙ্গে ফের কাজ করতে পেরে তাঁরা ঠিক কতটা খুশি। নিজেদের এই খুনসুটির মুহূর্ত নিজের সোশাল মিডিয়া পেজে ভাগ করে নিয়েছন মানসী।
মাতৃত্বকালীন ছুটি শেষে সদ্য কাজে ফিরেছেন মানসী। মন দিয়েছেন ফের কাজে। নতুন ধরণের চরিত্রে নিজেকে প্রমাণ করতে মানসী বদ্ধপরিকর। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে রাজরাজেশ্বরী রানি ভবানী’ ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো। এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে অভিষেক ঘটতে চলেছে রাজনন্দিনী পালের। রাজনন্দিনীর বিপরীতে দেখা যাবে অভিনেতা সায়ন বোসকে। মানসী ও অরিজিতার পাশাপাশি এই ধারাবাহিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্পিতা মুখোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায় প্রমুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.