সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ালিয়রের উদ্যোগপতি তানিয়া মিত্তল। মহাকুম্ভে যোগ দেওয়ার পর তাঁর ভিডিও হয়ে গিয়েছিল ভাইরাল। এবার ফের নতুন করে তিনি চর্চায়। সৌজন্যে বিগ বস ১৯। সেখানে অংশ নিচ্ছেন ধনকুবের ওই তরুণী। তাঁর নানা মন্তব্যই উঠে এসেছে শিরোনামে। তাঁর দাবি, ২৬ হাজার বর্গ ফুটের বাড়ি রয়েছে তাঁর। অধীনস্থ কর্মীর সংখ্যা ৮০০! কিন্তু সবচেয়ে বেশি করে আলোচনা চলছে, তাঁরই এক পুরনো সাক্ষাৎকারে করা দাবি থেকে। যেখানে তিনি বলেছেন, কোনও বেকার পুরুষকে বিয়ে করতে তিনি রাজি। এমনকী, তাঁর জন্য রান্না করতে এবং তাঁর পা ছুঁয়ে প্রণাম করতেও প্রস্তুত।
সেই ভিডিওয় তানিয়াকে বলতে শোনা গিয়েছে, ”আমি জানি না এই পৃথিবীতে আমার পছন্দের পুরুষ আদৌ আছে কিনা। কিন্তু তেমন হলে কোনও বেকার যুবককেও বিয়ে করতে আমার আপত্তি নেই। প্রকাশ্যে তাঁর পা ছুঁতেও আমার আপত্তি নেই। আমি বিশ্বাস করি, কোনও সম্পর্কে বড়-ছোট বলে কিছু হয় না।”
তিনি আদ্যন্ত রোম্যান্টিক, একথা জানিয়ে তানিয়া বলছেন, ”কোনও সম্পর্কে থাকাকালীন আমি যারপরনাই রোম্যান্টিক হয়ে উঠি। বয়ফ্রেন্ডের খাওয়ার পরে তার হাত মোছার গরম তোয়ালেও এগিয়ে দিই। আমি জানি স্বামীর ক্ষেত্রেও এটা আমি করব। আমি চাই, আমার স্বামী নিজেকে রাজা মনে করুক।”
কিন্তু বিয়ের করার জন্য বেকার যুবককে বাছার কারণ কী? তানিয়ার জবাব, ”আমার কাছে তিনটি কারখানা রয়েছে। আমার এমন কাউকে দরকার নেই, যে আমার জন্য রোজগার করবে। বরং উলটো দিকে আমি মনে করি পুরুষরা চায় খাওয়ার টেবিলে খাবার পাওয়া নিয়ে উদ্বিগ্ন না হতে। আমি আমার স্বামীর জন্য রোজগারের পাশাপাশি রান্নাও করে দেব। আমি ঘরকন্নার সব কাজ জানিয আজকাল নারীবাদের নামে স্বামীদের অগ্রাহ্য করার একটা প্রবণতা দেখা যায়। এটা একেবারেই ভুল। সীতাও রামচন্দ্রের পা ছুঁয়েছিলেন।” সেই সঙ্গেই তানিয়া জানিয়েছেন, তাঁর এক প্রেমিক ছিল যে খুব ধনী। সে নাকি তানিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিল তানিয়াকে দেখতে ভালো নয়, এমন অজুহাত দেখিয়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.