Advertisement
Advertisement

Breaking News

Monami Ghosh

ফের ছোটপর্দায় মনামী, নতুন ‘লক্ষ্মীলাভ’ অভিনেত্রীর

কোন চমক দিলেন মনামী?

Monami Ghosh's guest appearance in reality show
Published by: Arani Bhattacharya
  • Posted:July 25, 2025 8:31 pm
  • Updated:July 25, 2025 8:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনে নিত্যনতুন নানা ধরণের রিয়ালিটি শোয়ে চোখ আটকায় দর্শকের। নানা ধরণের মজাদার খেলে দর্শকের সবথেকে পছন্দের। আর তাতে যদি অংশ নেন তারকারা তাহলে তো আর কোনও কথাই নেই। তেমনই এক বাংলা রিয়ালিটি শোয়ে দেখা গেল আরও একবার মনামী ঘোষকে।

Advertisement

জনপ্রিয় সেই শোয়ের নাম ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। ইতিমধ্যেই শুরু হয়েছে এই শোয়ের দ্বিতীয় সিজন। সুদীপ্তা চক্রবর্তীকে দেখা যায় এই শোয়ে সঞ্চালকের ভূমিকায়। ইতিমধ্যেই এই শো তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। শো’টির প্রতি মাসের চূড়ান্ত পর্বেই থাকে নানা চমক। এবার ‘জুলাই ফিনালে’তে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন অভিনেত্রী মনামী ঘোষ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই পর্বের প্রোমো। সেখানে এসে যারপরনাই খুশি হন তিনি। আপ্লুত মনামী বলেন, “এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। এই শো-টা বেশ মজার। সবাই খেলতে পারবেন, একেবারেই কঠিন নয়। এতজন মা লক্ষ্মীদের পেয়ে আমার সত্যিই লক্ষ্মীলাভ হল। সুদীপ্তাদি পুরো জমিয়ে রেখেছে শো-টা। সুদীপ্তাদি আমার খুব পছন্দের মানুষ। দিদি আমায় ভালোবেসে ‘বাচ্চা সিং’ বলে ডাকে। এখানে এসে অনেকদিন পর সুদীপ্তাদির সঙ্গেও দেখা হল। সব মিলিয়ে আমার খুব ভালো লাগছে।”

মাঝে মধ্যেই এই শোয়ে অংশ নিতে দেখা গিয়েছে বিভিন্ন তারকাকে। প্রতিবারই জমে উঠেছে গল্প,আড্ডায় তারকাদের নিয়ে বিভিন্ন পর্ব। শুধু তাই নয় লড়াকু মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য তৈরি করা হয়েছে ‘লক্ষ্মী ব্যাঙ্ক’। সেই ‘লক্ষ্মী ব্যাঙ্ক’-এর টাকা থেকেই সম্প্রতি সাত জন লড়াকু মা-লক্ষ্মীদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে। দর্শকের উজাড় করে দেওয়া ভালোবাসায় এবারের এই সিজন চলবে আগামী সাত মাস, থাকবে আরও নানা চমক।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement