Advertisement
Advertisement
Neil Chattrjee- Pritha Chatterjee

দুই থেকে তিন হলেন নীল-পৃথা, ঘরে এল নতুন সদস্য

পোস্ট দেখে রীতিমতো চমকে গিয়েছেন তাঁদের অনুরাগীরা।

Neil Chattrjee and Pritha Chatterjee's parenthood

ছবি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:June 11, 2025 7:05 pm
  • Updated:June 11, 2025 7:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় সুখবর দিলেন অভিনেতা নীল চট্টোপাধ্যায় ও অভিনেত্রী পৃথা চট্টোপাধ্যায়। দুই থেকে এবার তিন হলেন তাঁরা দু’জন। অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রী পৃথার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নীল জানালেন ঘরে নতুন সদস্য আসার কথা। আর সেই পোস্ট দেখে রীতিমতো চমকে গিয়েছেন তাঁদের অনুরাগীরা।

ধারাবাহিক থেকে বেশ কিছুদিন হল ছুটি নিয়েছিলেন পৃথা। কেন কাজ থেকে ছুটি নিয়েছেন অভিনেত্রী তা খোলসা করেননি দু’জনের কেউই। এখন বোঝা গেল তাঁর কাজ থেকে ছুটি নেওয়ার কারণ। যদিও এই মুহূর্তে নীলকে দেখা যাচ্ছে ‘তেঁতুলপাতা’, ও ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। তবে সন্তান জন্ম নেওয়ার আগে একবারের জন্যেও তাঁরা নতুন সদস্য আসার কথা জানাননি। সন্তান সুস্থভাবে ভূমিষ্ঠ হওয়া অবধি সবটাই নিজেদের মধ্যে রেখেছিলেন।

কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী পৃথা। সন্তান কোলে আসার পরেই সেই খবর ইনস্টাগ্রামে পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নেন দম্পতি। ওই পোস্টে নীল লিখেছেন, ‘লক্ষ্মী এলো ঘরে। ব্লেসড উইদ বেবি গার্ল।’ সঙ্গে আরও লিখেছেন স্ত্রীর উদ্দেশে, ‘ভালোবাসি তোমায় পৃথা।’ নীলের সেই পোস্টে তাঁদের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সহকর্মী থেকে অনুরাগী সকলেই। শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, অভিনেত্রী শ্রীতমা রায়চৌধুরী, দীর্ঘই পাল-সহ আরও অনেকে।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement