সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকায় কোন ধারাবাহিক কত রেটিং পেল তা দেখার দিন। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে বাংলা ধারাবাহিকগুলি কে কাকে কত নম্বরে টেক্কা দিল।
চলতি সপ্তাহে ফের বেঙ্গল টপার হয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। পেয়েছে ৭.৪ রেটিং। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’, পেয়েছে ৬.৯ রেটিং। অন্যদিকে যৌথভাবে তৃতীয়স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ ও ‘চিরসখা’ ধারাবাহিক, প্রাপ্ত রেটিং ৬.৬। চতুর্থ স্থানে রয়েছে নতুন ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’, পেয়েছে ৬.৫ রেটিং। পঞ্চমস্থানে রয়েছে ‘পরিণীতা’ ও ‘রাঙ্গামতী তীরন্দাজ’, পেয়েছে ৬.৪ রেটিং।
সেরা পাঁচ থেকে ছিটকে গিয়ে ষষ্ঠস্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, পেয়েছে ৫.৭ রেটিং। সপ্তমস্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’, পেয়েছে ৫.৫। অষ্টমস্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’, পেয়েছে ৫.৪। নবমস্থানে রয়েছে ‘কথা’, পেয়েছে ৫.৩ রেটিং। দশম স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক, পেয়েছে ৪.৪ রেটিং।
অন্যদিকে স্লট পরিবর্তন হতে চলেছে বেশ কিছু ধারাবাহিকের। সঙ্গে বন্ধ হতে চলেছে মাত্র তিন মাসের মাথাতেই ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিক। সেই স্লটে এবার থেকে দেখা যাবে ‘গীতা এলএলবি’। অন্যদিকে ‘গীতা এলএলবি’-এর স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.