Advertisement
Advertisement
Prosenjit Chatterjee

মুম্বইয়ে ‘কথা’র রিমেক, প্রসেনজিৎ প্রযোজিত হিন্দি সিরিয়ালের রোমান্টিক ঝলক প্রকাশ্যে

বহুদিন ধরেই বাংলা ধারাবাহিক প্রযোজনার সঙ্গে যুক্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Prosenjit Chatterjee's Nideas new bollywood venture

ফাইল ছবি

Published by: Manasi Nath
  • Posted:April 8, 2025 5:40 pm
  • Updated:April 8, 2025 5:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই জানা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার বলিউডে প্রযোজক হিসাবে পা রাখতে চলেছেন। তাঁর সংস্থা এনআইডিয়াজ হিন্দি ধারাবাহিক তৈরি করেছে। এবার প্রকাশ্যে এল সেই ধারাবাহিকের প্রোমো।

Advertisement

শোনা গিয়েছিল, সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে অভিনীত বাংলা টেলিভিশনের অন্যতম সফল ধারাবাহিক ‘কথা’র হিন্দি রিমেক করতে চলেছে প্রসেনজিৎ প্রযোজনা সংস্থা। যদিও প্রসেনজিতের সংস্থার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। প্রোমো প্রকাশ্যে আসতেই সেই জল্পনায় সিলমোহর পড়ল। নতুন ধারাবাহিকটিতে অভিনয় করছেন ‘কুমকুম ভাগ্য’ খ্যাত আরবার কাজি ও আফিয়া তয়বালি। কথা ও অগ্নিভর প্রেমকাহিনি এবার হিন্দিতে দেখবেন দর্শক। ‘কভি নিমনিম কভি শহদ শহদ’ নামের এই ধারাবাহিকে গাছ অন্তপ্রাণ কথা ও শেফ উদয়ের প্রেমই গল্পের বিষয় হতে চলেছে। আগামী ২১ এপ্রিল থেকে সন্ধে ৭টায় স্টার প্লাস চ্যানেলে দেখা যাবে এই নতুন মেগা।

 

উল্লেখ্য, বাংলা টেলিভিশনের একাধিক সফল প্রযোজক ইতিপূর্বে বলিউডে হিন্দি ধারাবাহিক প্রযোজনায় নাম লিখিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, সুশান্ত দাস, স্নেহাশিস চক্রবর্তী প্রমুখ। তাঁরা যথেষ্ট সাফল্যও পেয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। বহুদিন ধরেই বাংলা ধারাবাহিক প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা। বর্তমানে ছোটপর্দায় চলছে তাঁর মিত্তির বাড়ি ধারাবাহিকটি। আশা করা যায় তাঁর নতুন ধারাবাহিক দর্শক মনে ভালোভাবেই জায়গা করে নেবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ