সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ জুলাই থেকে পর্দায় যাত্রা শুরু করেছে রাজনন্দিনী পালের প্রথম ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’। প্রথম ধারাবাহিকের কাজ নিয়ে নায়িকা প্রথম থেকেই উচ্ছ্বসিত ছিলেন। সোমবার এই ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ ধারাবাহিকের প্রথম পর্বের সম্প্রচারের পর থেকেই তা বেশ সাড়া ফেলেছে। প্রথম পর্বে তুলে ধরা হয়েছে রানি ভবানীর জন্ম, তাঁর বেড়ে ওঠা, তাঁর অস্ত্র শিক্ষা এসবই। উঠে এসেছে নাটোর রাজ পরিবারের অন্দরের ছবিও। রাজপরিবারের ভিতরের ষড়যন্ত্র, ও নানা ঘটনা। নাটোরের রাজার দত্তক পুত্র রামকান্তর রাজ্যাভিষেক হওয়ার পর থেকেই সেই জটিলতা শুরু হয়। তারই সঙ্গে উঠে আসে নানা ঘটনা।
প্রথম পর্ব সম্প্রচারের সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে নাটোরের রাজপুত্রের সঙ্গে ভবানীর বিয়ে ঠিক হয়। বিচলিত হয়ে পড়ে এই সিদ্ধান্তে রামকান্ত। তারপর ধারাবাহিকের গল্প কোনদিকে মোড় নেবে তা সময়ের সঙ্গে সঙ্গেই বোঝা যাবে। ধারাবাহিকে রাজপুত্র রামকান্তর চরিত্রে অভিনয় করছেন সায়ন বোস ও ভবানীর চরিত্রে অভিনয় করছেন রাজনন্দিনী পাল। নিজের প্রথম ধারাবাহিকে অভিনয় রীতিমতো চুটিয়ে উপভোগ করছেন নায়িকা। এমন এক চরিত্রের জন্য নিজেকে একটু একটু করে গড়ে তুলেছেন তিনি।
সংবাদমাধ্যমকে ইতিমধ্যেই নতুন এই কাজ নিয়ে অভিনেত্রী বলেছেন, “আমাকে রানি রূপে দেখে দর্শক প্রথম থেকেই ভীষণ উচ্ছ্বসিত। তাঁদের এই উচ্ছ্বাস আমার এনার্জিও বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয় ধারাবাহিকে কাজ করতে গেলে প্রতিদিন বেশকিছু নিয়ম মেনে চলতে হয় সেটাই করছি। ভোরবেলা উঠে নিজস্ব সমস্ত কাজ সেরে, শরীরচর্চা করে পৌঁছে যাচ্ছি সোজা শুটিং ফ্লোরে। সেখানেই কাটছে সারাটা দিনে কাজে কাজে। ফ্লোরের সবার সঙ্গে খাবার খাচ্ছি। যদিও সেই খাবারে ভাততা থাকছে না। কারন আমি ভাত খাই না। এছাড়াও তেল মশলা কম রান্না খাই। সেরকম খাবার খাওয়ারই চেষ্টা করছি। তবে প্রোডাকশনের খাবার খেতেও বেশ ভালো লাগে।” তবে কাজ নিয়ে ঠিক যতটা উচ্ছ্বসিত রাজনন্দিনী ঠিক ততটাই চিন্তিত রয়েছেন নাকি টিআরপি নিয়ে। ধারাবাহিক শুরু হওয়ার কয়েকদিনের মাথাতেই মিলবে তার ফলাফল। এখন দেখার টিআরপি তালিকায় কত রেটিং পায় নতুন এই ধারাবাহিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.