Advertisement
Advertisement
Rituparna Sengupta

লক্ষ্মীপুজোয় বাংলার লক্ষ্মীদের পাশে এবার ঋতুপর্ণা

নিজের লড়াই নিজে লড়ে বেঁচে থাকা নারীদের সাহস জোগাবেন ঋতুপর্ণা।

Rituparna Sengupta now in bengali reality show

ফাইল ছবি

Published by: Arani Bhattacharya
  • Posted:September 26, 2025 3:56 pm
  • Updated:September 26, 2025 3:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডাস্ট্রির যে কোনও দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন। পরিচালক, প্রযোজকদের কথা মাথায় রেখে ইন্ডাস্ট্রির নব্যদের পাশে দাঁড়িয়েছেন টলিউডের স্বনামধন্য অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার রিয়ালিটি শোয়ের মঞ্চে নিজের লড়াই নিজে লড়ে বেঁচে থাকা নারীদের সাহস জোগাতে রিয়ালিটি শোয়ের মঞ্চে বিশেষ অতিথি হয়ে এলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সান বাংলার শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ এবার সঞ্চালক সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে মঞ্চ ভাগ করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 
 
অন্যদিকে সান বাংলার এই শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। যার অসামান্য সাফল্যের পর শুরু হয়েছে সিজন ২। শো-এর জনপ্রিয়তার কথা মাথায় রেখে তাঁকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। প্রতি মাসের মতো এবারও চলে এল সেই সিজন ২-এর ‘মান্থলি ফিনালে’, অর্থাৎ সেপ্টেম্বর ফিনালে। আর সেখানেই উপস্থিত থাকবেন টলিউডের সুপারস্টার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। সেপ্টেম্বর ফিনালেতে এসে স্বাভাবিকভাবেই খুশি ঋতুপর্ণা। তিনি বলেন, “এই শো-এ আসতে পেরে খুব ভাল লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যিই অনুপ্রাণিত হচ্ছি। বিনোদনের পাশাপাশি একটা সামাজিক দায়বদ্ধতা পালন করছে এই শো। এটাই নারী শক্তির জয়। নারীশক্তির বিকাশ নিয়ে আমি নানা ধরনের কাজ করেছি। একজন মহিলার পাশে আরেকজন মহিলার দাঁড়ানোটাই কিন্তু নারী শক্তির মূল উৎস। এই শোয়ের মাধ্যমে কত মহিলা তাঁদের পায়ের তলার মাটি শক্ত করার সুযোগ পাচ্ছে দেখে খুবই ভাল লাগছে। শো-টা সবাই খেলতে পারবেন,কঠিন নয় একেবারেই। সুদীপ্তা পুরো জমিয়ে রেখেছে শো-টিকে।”
 
উল্লেখ্য, সিজন ২-এর ‘মান্থলি ফিনালে’তে থাকছে ভরপুর বিনোদন। এইচূড়ান্ত পর্বের বিজয়িনী পাবেন ২লাখ টাকা। সঙ্গে থাকছে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প। সেইসব গল্প শুনবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। একইসঙ্গে থাকছে ঋতুপর্ণার পারফরম্যান্সও। নিজের সিনেমার জনপ্রিয় গান থেকে হিন্দি ছবির গান সবেতেই পা মেলাবেন তিনি। বলে রাখা ভালো বাংলার যে কোনও প্রান্তের নারীরা যাঁরা আসলেই এক-একজন লক্ষ্মী। সংসারের হাল তাঁরাই নিজহাতে শক্ত করে ধরে রাখে। আর তাঁদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম হল এই শো। যা মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও খানিকটা জোরাল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। ‘টাকার খনি’, ‘বল ফেলতে টাকা কুলো’ ইত্যাদি খেলার মাধ্যমে মজাদার হয়ে ওঠে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’র মঞ্চ। এবার সেই শো-এ বিশেষ অতিথি ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামী ৫ অক্টোবর সন্ধ্যে ৬ টায় সম্প্রচারিত হবে শোয়ের বিশেষ পর্ব। 

Advertisement

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ