Advertisement
Advertisement
Roshni Tanwi Bhattacharyya

‘ফেলনা’ সিরিয়াল নিয়ে ছড়াচ্ছে ভুয়ো খবর, প্রতিবাদে সোচ্চার অভিনেত্রী রোশনি

ক্ষোভ প্রকাশ করে কী বললেন অভিনেত্রী?

Roshni Tanwi Bhattacharyya speaks about Falna serial telecast time | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 9, 2021 2:15 pm
  • Updated:July 9, 2021 2:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পালটে যাচ্ছে ‘ফেলনা’ (Falna Serial) সিরিয়ালের সম্প্রচারের সময়। এমনই গুজব ছড়িয়েছিল নেটদুনিয়ায়। তারই প্রতিবাদে সোচ্চার হলেন ধারাবাহিকের অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharyya)। ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে লাইভ করে তিনি জানিয়ে দিলেন, সিরিয়ালের সময় মোটেও পালটাচ্ছে না। তা যথা সময়েই দেখতে পাবেন দর্শকরা।

Advertisement

মাত্র ২ মিনিট ১৬ সেকেন্ডের জন্য লাইভে এসেছিলেন রোশনি। সেখানেই জানান, একটি পেজ থেকে এমন ভুয়ো খবর জানানো হয়েছিল। তাঁদের নামে রিপোর্টও করেছেন অভিনেত্রী। এমন পোস্টের কারণও জানতে চেয়েছিলেন। উত্তরে তাঁকে জানানো হয়েছে, কোথাও একটি প্রোমো দেখে পোস্টদাতার এমন মনে হয়েছিল। কিন্তু তা সত্যি নয় বলেই জানান রোশনি। পাশাপাশি এও জানিয়ে দেন সিরিয়ালের সময় যদি পালটানো হয়, তিনি নিজে এবং বাকি অভিনেতা-অভিনেত্রী কিংবা চ্যানেল কর্তৃপক্ষ সেকথা সোশ্যাল মিডিয়ায় ঘটা করে জানিয়ে দেবে। অযথা ভুয়ো খবরে কান না দেওয়ার পরামর্শ দেন রোশনি।

[আরও পড়ুন: OMG! নুসরতের ইনস্টাগ্রামে যশের পোষ্যের ভিডিও! একসঙ্গে থাকছেন নাকি দু’জনে?]

রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) প্রযোজনায় ১ মার্চ থেকে স্টার জলসায় (Star Jalsha) দেখা যাচ্ছে ‘ফেলনা’ ধারাবাহিকটি। পুরুষতান্ত্রিক সমাজে একজন মহিলাও যে ম্যাজিক দেখানোর কাজকে পেশা হিসাবে বেছে নিতে পারেন সেই বিষয়টাকে মাথায় রেখেই এগিয়েছে সিরিয়ালের চিত্রনাট্য। সিরিয়ালের মুখ্য চরিত্র ফেলনা। তার মায়ের ভূমিকায় অভিনয় করছেন রোশনি। তাঁর বিপরীতে রয়েছেন ‘কপালকুণ্ডলা’ ধারাবাহিক খ্যাত দেবজ্যোতি রায়চৌধুরী। রাত সাড়ে আটটা থেকেই স্টার জলসায় ধারাবাহিকটি দর্শকরা দেখতে পাবেন। ভিডিওর ক্যাপশনে সেকথা জানিয়ে দিয়েছেন রোশনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘Being Human’ নিয়ে বিপাকে সলমন, প্রতারণার অভিযোগে অভিনেতাকে তলব পুলিশের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ