ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধারাবাহিকের পর্দায় তাঁদের জুটির ঠিক যতটা কদর পর্দার বাইরে রিল লাইফেও ঠিক ততটা। কথা হচ্ছে ‘কথা’ আর ‘এভি’র। পর্দায় তাঁদের ঠিক যতটা মাখোমাখো রসায়ন বাস্তবেও তাই। তার প্রমাণ মিলেছে একাধিকবার। তাঁদের একঝলক দেখার জন্য অপেক্ষায় অধীর অনুরাগীরা। নেটপাড়ায় গুঞ্জন তাঁরা নাকি প্রেম করছেন! কিন্তু সম্পর্ক নিয়ে কোনওরকম মুখ খোলেননি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে।
একই জায়গার ছবি নিজেদের সোশাল মিডিয়ার স্টোরিতে শেয়ার করেছেন দু’জনে। তবে ভক্তদের সঙ্গে লুকোচুরি করেই যেন একটু আলাদাভাবে ছবি তুলে পোস্ট করেছেন তাঁরা নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেই ছবি দেখেই উঠছে নানা প্রশ্ন। একই আকাশের নীচে একইরকম কটেজের ছবি দেখা যাচ্ছে সেখানে। তাহলে কি একই জায়গায় রয়েছেন তাঁরা? এবার সেসব নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি শহর থেকে দূরে গিয়ে প্রেম করছেন সাহেব-সুস্মিতা?
‘পাচকমশাই’ আর ‘গোবরদেবী’ জুটির রেটিং কমেছে টিআরপি তালিকায়। তা সত্ত্বেও কিন্তু তাঁদের জনপ্রিয়তা কমেনি। এবার এই জুটিকে ঘিরে নেটপাড়ায় নতুন গুঞ্জন। তাঁরা নাকি এবার একান্তে সময় কাটাতে গিয়েছেন শহর থেকে দূরে। শোনা যাচ্ছে, এখন নাকি ‘কথা’ ধারাবাহিকের কোনও আউটডোর শুটিং হচ্ছে না। আর এখান থেকেই দানা বাঁধছে রহস্য। তাহলে হচ্ছেটা কী? সত্যিই কি সম্পর্কে রয়েছেন তাঁরা নাকি পুরোটাই দর্শককে ধাঁধায় ফেলার জন্য? সেই প্রশ্নের যদিও উত্তর মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.